বই উপহার পেলে ভালো লাগে-মাহফুজ আহমেদ

আনন্দ আলো: ২৩ অক্টোবর আপনার জন্মদিন। ওই দিনটা আপনি কীভাবে পালন করেন?

মাহফুজ আহমেদ: আমি কখনোই জন্মদিন পালন করি না। আমাদের পরিবারে জন্মদিন পালন করার কোনো রেওয়াজ ছিল না। আমি কখনোই ভাই-বোনদের জন্মদিন পালন করতে দেখিনি। আমি এভাবেই বড় হয়েছি। এখন আমি আমার সন্তানের জন্মদিন পালন করি। কারণ ও এখনকার পরিবেশে বড় হয়েছে। মেয়ের জন্মদিনটা পালন করাই আমার কাছে বড় ব্যাপার।

আনন্দ আলো: ছোটবেলার জন্মদিন আর এখনকার জন্মদিনের মধ্যে কী পার্থক্য খুঁজে পান?

মাহফুজ আহমেদ: ছোটবেলার জন্মদিনের কথা বলতে পারব না। কারণ আমাদের পরিবারে কোনো সদস্যদের জন্মদিন পালন করা হতো না। এখনকার জন্মদিনে যেটা হয়, শুটিং থাকলে শুটিং স্পটেই আমার জন্মদিন পালন করা হয়। আর আমি যেখানে কাজ করি ওরাও আমার জন্মদিনটা পালন করে।

আনন্দ আলো: সবার আগে জন্মদিনে কে উইশ করে?

মাহফুজ আহমেদ: সবার আগে জন্মদিনে উইশ করে আমার স্ত্রী। তারপর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, নাটকের কলিগ এবং ভক্ত-শুভানুধায়ীরা জন্মদিনে শুভেচ্ছা জানায়। ফুল নিয়ে আসে।

আনন্দ আলো: জন্মদিনে কী উপহার পেতে ভালো লাগে?

মাহফুজ আহমেদ: যেকোনো উপহার পেতে ভালো লাগে। তবে বই উপহার পেতে আমি বেশি পছন্দ করি। দর্শকের ভালোবাসাই আমার কাছে বড় পাওয়া।

আহমেদমাহফুজ
  • সাক্ষাৎকার
Comments (০)
Add Comment