Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ত্যাগের মহিমায় আলোকিত হোক এবারের ঈদ উৎসব

সারওয়ার হাসান
আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদুল আজহা। ধর্মপ্রাণ মুসলানদের ঘরে ঘরে তাই আনন্দ আর খুশির বান ডেকেছে। স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় এবারের ঈদ হবে অন্যরকম আনন্দের। দেশের ২১টি জেলার সাথে সারাদেশের যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য এনে দিয়েছে পদ্মা সেতু। ৬ ঘণ্টার বদলে এখন মাত্র ৬ মিনিটেই পদ্মা সেতু পার হওয়া যায়। ৭ ঘণ্টার বরিশাল এখন নেমে এসেছে মাত্র সাড়ে ৩ ঘণ্টায়। পদ্মা সেতুই হবে এবার ঈদের সেরা আনন্দ।
তবে সিলেট, সুনামগঞ্জ ও কুড়িগ্রামের মানুষ রয়েছে বন্যার থাবায়। সিলেটে বন্যার পানি কমে গেলেও আবার পানি বেড়েছে। কাজেই বন্যাত্যদের সাহায্য করাও হবে এবারের ঈদের অন্যতম কর্তব্য।
অনেকে ঈদুল আজহা অর্থাৎ কোরবানির এই ঈদে পশু কোরবানির না দিয়ে পশু কেনার টাকা বন্যার্ত মানুষের মাঝে বিতরণ করার পরামর্শও দিয়েছেন। কোরবানির অর্থই হলোÑ ত্যাগ স্বীকার করা। অন্যকে অর্থ সাহায্য করাও তো একধরনের ত্যাগ। এক্ষেত্রে ধর্মীয় বিধান মেনে কার্যকর পদক্ষেপ নেয়াই হবে যুক্তিযুক্ত।
তবে একটি কথা না বললেই নয়। সময়ের দাবি বলে একটি কথা আছে। ঈদ আমাদের প্রধান ধর্মী উৎসব। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবুও সময়কে গুরুত্ব দিয়েই আমরা যেন আনন্দ ফুর্তির আয়োজন করি।
ঈদুল আজহা ত্যাগের মহিমা ছড়াতেই আমাদের মাঝে আসে। আল্লাহর নির্দেশে প্রিয় নবী হযরত ইব্রাহীম (আ:) তার প্রিয় পুত্রকে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন। প্রিয় নবীর প্রতি সন্তুষ্ট হয়ে মহান আল্লাহ সেদিন পিতা কর্তৃক পুত্রকে কোরবানি দেয়া থেকে বিরত রাখেন। মহান আল্লাহর নির্দেশে প্রিয় নবী হযরত ইব্রাহীম (আ:) একটি উট কোরবানি দেন। সেই থেকে পবিত্র ঈদুল আজহার দিন পশু কোরবানি দেয়ার ধর্মীয় বিধান চালু হয়। ধর্মীয় বিধানে পশু কোরবানি দেয়া প্রসঙ্গে উল্লেখ আছে, ঈদুল আজহায় অনেক আদরে লালন-পালন করা পশু জবাই করতে হবে। অর্থাৎ অনেক আদরের বিষয়কেও ত্যাগ করতে হবে।
বানভাসী মানুষের পাশে দাঁড়ানোও তো এক ধরনের ত্যাগ স্বীকার করা। আমরা যারা এই ঈদে কোরবানি দিব তারা যেন বানভাসী মানুষের সীমাহীন দুঃখ কষ্টের কথাও মাথায় রাখি। আমাদের বিবেচনায় পবিত্র ঈদকে উপলক্ষ করে বানভাসী অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে প্রকৃত ত্যাগ স্বীকারের ঘটনা।
আনন্দ আর দুঃখ পাশাপাশি হেঁটে চলে। কাজেই দুঃখকে সামলে নিয়েই আনন্দের পসরা সাজাতে হবে। এবারের ঈদে আমরা নিশ্চয়ই সেটা করব। আর সাথে পদ্মা সেতুর আনন্দ তো আছেই।
প্রিয় পাঠক, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা নিন। বিজ্ঞাপন প্রদানকারী সকল বন্ধু, প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঈদ মোবারক।