Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

পুলিশের চরিত্রে অভিনয় করে পুরস্কৃত হলেন মেহজাবিন

নাটক লিখে এবং ওই নাটকে অভিনয় করে পুরস্কৃত হলেন জনপ্রিয় অভিনেত্রী লাক্স চ্যানেল আই তারকা মেহজাবীন। গত ঈদের অনুষ্ঠানমালার আওতায় একটি টেলিভিশন চ্যানেলে ‘আলো’ নামে একটি বিশেষ নাটক প্রচার হয়। নারী ট্রাফিক পুলিশের কষ্টের জীবন নিয়ে নাটকটি লিখেছেন মেহজাবিন। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেন মেহজাবিন। দেশের নারী ট্রাফিক পুলিশকে নিয়ে এমন সাহসী গল্প লেখা ও নাটকটিতে অভিনয় করার জন্য মেহজাবিন ও নির্মাতা মাহমুদুর রহমান হিমিকে পুরস্কৃত করেছে বাংলাদেশ পুলিশের উইমেন্স নেটওয়ার্ক। সম্প্রতি এক অনুষ্ঠানে পরিচালক মাহমুদুর রহমান ও অভিনেত্রী মেহজাবিনের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের সভাপতি ও ডি আইজি (প্রটেকশন অ্যান্ড প্রটোকল) স্পেশাল ব্রাঞ্চ আমেনা বেগম।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মেহজাবিন বরেন, ২০১৯ সালে ঢাকার রাস্তায় গাড়ি নিয়ে জ্যামে আটকে থাকার সময় একটি ঘটনা দেখে ‘আলো’ নাটকের প্লট মাথায় আসে। নাটকটিতে অভিনয় করার সময় বুঝিনি অথবা ভাবিওনি বাংলাদেশ পুলিশের সদস্যরা নাটকটি দেখবেন এবং এভাবে ফিডব্যাক দিবেন। ভবিষ্যতে পুলিশের ইতিবাচক দিক গুলো নিয়ে আরও কাজ করবেন বলে জানিয়েযেছন এই গুণী অভিনেত্রী।