সর্বস্বত্ব সংরক্ষিত © 2001-2021 - আনন্দ আলো
একই সময়ে একই দেশের দুটো জাতীয় ক্রিকেট দল খেলবে পৃথিবীর দুই প্রান্তে। এই চিন্তা কেউ কি কখনো করেছিল? তবে প্রয়োজনেই হয়তো এমন কিছুর জন্ম দিলো। কোভিডের কারনে জাতীয় দলের ক্রিকেটারদের এমন হাপিত্যেশ ছুটবে কেই ই বা জানতো! তাই তো পাইপ লাইনের খেলোয়াড়দের নিয়ে দুটো জাতীয় দল এরই মধ্যে গড়ে ফেলেছে ক্রিকেট খেলুড়ে কয়েকটি দেশ।অস্ট্রেলিয়া তো কোভিডের অনেক আগেই এমন সিদ্ধান্ত নিয়েছিল। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে একই সময়ে দেশের মাটিতে লংকানদের সাথে টি২০ আর ভারতের মাটিতে টেস্ট ম্যাচ খেলেছিল তারা। সম্প্রতি ভারতও নাম লিখিয়েছে এই তালিকায়। ইংলিশদেরও আছে দুটো জাতীয় দল। এবার টাইগাররাও সে পথে হাটতে যাচ্ছে বলে জানালেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সামনে নিউজিল্যান্ড সিরিজ এরপর ট/২০ বিশ্বকাপ। বেশ লম্বা সময় বায়োবাবলে থাকতে হবে খেলোয়াড়দের। তাঁর উপর বিশ্বকাপের পরপরই পাকিস্তান দল বাংলাদেশে আসছে এবং একই সময়ে নিউজিল্যান্ডে খেলতে যাবার কথা বাংলাদেশের। এসব কিছু মাথায় রেখেই এমন চিন্তা করেছে বোর্ড। নাজমুল হাসান পাপন বলেন, টি/২০ বিশ্বকাপের পর এমন হবার সম্ভাবনা রয়েছে। সাংবাদিকদের উদ্দেশ্যে পাপন বলেন, শুধু একটা কথাই বলবো আপনারা অস্থির হবেন না। নতুন ছেলেরা সুযোগ পেতে যাচ্ছে তাদের সময় দেয়া উচিৎ। তারা প্রথমে দু একটা ম্যাচ খারাপ করলে হুলুস্থুল করার কিছুই নাই। ওরা প্রত্যকেই অনেক মেধাবী। তা না হলে ওদের নিয়ে এমন চিন্তা করা হতো না।