Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

মেয়াদ বাড়তে পারে ডমিঙ্গোর

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ডমিঙ্গোকে রেখে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান বিষয়টি জানিয়েছেন। বিসিবি সভাপতি বলেছেন, ‘এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে সম্ভাবনা রয়েছে’ । ডমিঙ্গোর মেয়াদ এই বিশ্বকাপ পর্যন্ত আছেই। এখন চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু এখন পর্যন্ত এই সিদ্ধান্ত আমরা তাঁকেও জানাইনি বা আমরা নিজেদের মধ্যেও আলোচনা করিনি।’

বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর মুদ্রার এপিঠ-ওপিঠ দুটোই দেখেছেন ডমিঙ্গো। ২০১৯ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পরেই বাংলাদেশ ঘরের মাঠে টেস্ট হেরেছে আফগানিস্তানের কাছে। তাঁর সময়ে বাংলাদেশ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট সিরিজ হেরেছে। এ ছাড়া বিদেশের মাটিতে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডে সিরিজ হারের ব্যর্থতা তো আছেই।

চুক্তির মেয়াদ বাড়ালে তা কত দিনের হবে, এমন প্রশ্নে নাজমুল হাসান বলেছেন, ‘আমরা এখন এক বছরের জন্য চিন্তাভাবনা করছি। সামনে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আপাতত এ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপই আমাদের মাথায় আছে। তারপর সবার সঙ্গে কথা বললে আরও বুঝতে পারব।’