Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

নুহাশের ওয়েব সিরিজ ‘বিচ্ছুজ’

নুহাশ হুমায়ূনের পরিচালনায় বেশ কিছু কাজ এরই মধ্যে দর্শক দেখেছেন। কোনো কিছু নির্মাণ করলে তার ভেতর নিজের একটা ছাপ রেখে যান তিনি। এবার নির্মাণ করেছেন ওয়েব সিরিজ । ওয়েব সিরিজটির নাম ‘বিচ্ছুজ’। পরিচালনার পাশাপাশি এর গল্প লিখেছেন নুহাশ নিজে। সংগীত পরিচালনার পাশাপাশি ওয়েব সিরিজটিতে বেগুনি পাপেট হিসেবে কাজ করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান। এর আগে নুহাশ-প্রিতম জুটি বেঁধে কয়েকটি দারুণ কাজ উপহার দিয়েছেন। এর মধ্যে আছে ‘খোকা’ শিরোনামের একটি গান ও ‘৭০০ টাকা’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

নতুন এই ওয়েব সিরিজ প্রসঙ্গে নুহাশ জানান, এই সময়ের গল্প নিয়ে নির্মাণ করা হয়ছে ‘বিচ্ছুজ’। এখানে সচেতনতাও থাকছে। ওয়েব সিরিজটির পৃষ্ঠপোষকতায় আছে ওয়াটার এইড বাংলাদেশ। করোনাভাইরাস নিয়ে নির্মিত এই সিরিজটি আজ (১১ মে) রাত সাড়ে ১০টায় ওয়াটার এইড বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউবে মুক্তি পাবে।