Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

মানবপাচার নিয়ে নতুন সিনেমা!

‘জলরঙ’ শিরোনামে একটি সিনেমায় জুটি বেঁধেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও উঠতি নায়িকা উষ্ণ হক। ২০২০-২১ অর্থবছরের সরকারি অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা)। ৯ অক্টোবর থেকে গাজীপুরের হোতাপাড়ায় সিনেমাটির শুট শুরু হয়েছে। মানব পাচার এই সিনেমার মূল গল্প।

পরিচালক জানিয়েছেন, ৯ অক্টোবর নায়িকা উষ্ণকে দিয়ে ‘জলরঙ’ সিনেমার ক্যামেরা ওপেন হয়েছে। নায়ক সাইমন ১৮ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেবেন। প্রথম লটের শুটিংয়ের পর ডিসেম্বরে পরের লট শুরু হবে কক্সবাজারের শুঁটকিপল্লিতে। এ ছাড়া সেন্টমার্টিন ও বান্দরবানেও হবে শুটিং। সিনেমাটির একটি চরিত্র মালয়েশিয়াপ্রবাসী। তাঁর চরিত্র দেখাতে তৃতীয় লটের শুটিং মালয়েশিয়ায় হবে।

সিনেমাটি প্রসঙ্গে সাইমন সাদিকের ভাষ্য, ‘গল্পের প্রয়োজনে সিনেমায় আমাকে নিয়েছেন পরিচালক। দ্রুতই আমি সিনেমাটির শুট শুরু করব।’

নায়িকা উষ্ণ হকের ভাষ্য, ‘সিনেমাটির জন্য মাসখানেক ধরে গ্রুমিং করতে হয়েছে আমাকে। কক্সবাজারের শুঁটকিপল্লিতে গিয়ে সেখানকার মানুষের জীবন যাপনের ওপর ধারণা নিয়েছি। অবশেষে কাজ শুরু করেছি। চরিত্রটিতে কোনও গ্ল্যামার নেই, তবে অভিনয় করার দারুণ জায়গা রয়েছে।’

সিনেমাটিতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, খালেদা আক্তার কল্পনা, রাশেদা, মাসুম আজিজ, শতাব্দী ওয়াদুদ, শহিদুল আলম সাচ্চু, জয়রাজ, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, পারভেজ সুমন, শরীফ চৌধুরী, কমল পাটেকর প্রমুখ। প্রযোজনা করছেন দোলোয়ার হোসেন দিলু।