Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ধারাবাহিকেই ব্যস্ত সময় যাচ্ছে…

বছরের বেশিরভাগ সময় ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত থাকেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। বিশেষ দিন ছাড়া খণ্ড নাটকে তেমন দেখা যায় না তাকে। বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলেছেন তিনি-
আনন্দ আলো: বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
নাদিয়া: ধারাবাহিক নাটক নিয়েই ব্যস্ততা বেশি। প্রচার চলতি ছাড়াও নতুন ছয়টি ধারাবাহিক নাটকের শুটিং শেষ করেছি। শিগগিরই নাটকগুলো বিভিন্ন বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে। এছাড়াও ঈদের নাটকের জন্য কথাবার্তা চূড়ান্ত। চলতি মাসেই শুটিং শুরু করব।
আনন্দ আলো: নাটকে অভিনয়ের কারণে কি নাচের অনুষ্ঠান কম করছেন?
নাদিয়া: তেমনটা নয়। নাটকের শুটিং থাকলেও আমি নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করি। কয়েক দিন আগেও এমন হয়েছে। ‘আম্মানি’ নামে একটি ধারাবাহিক নাটকের শুটিং শেষ করে সন্ধ্যায় গেÐারিয়ার পুলিশ লাইনসে পুলিশের একটি অনুষ্ঠানে নাচে পারফর্ম করেছিলাম। সামনে আরও দুটি নৃত্যানুষ্ঠান আছে। শুটিং শেষে অংশ নেব।
আনন্দ আলো: ধারাবাহিকেই বেশি কাজ করছেন। খণ্ড নাটকে কম কেন?
নাদিয়া: আমি অভিনয় করছি।
খণ্ড কিংবা ধারাবাহিক বুঝি না। আরেকটি বিষয় হচ্ছে, একটি ধারাবাহিক নাটক কয়েক মাসে শেষ হয় না। সারা বছর লেগে যায়। আমার অভিনীত এমন অনেক ধারাবাহিক প্রচার হচ্ছে। সেজন্য খণ্ড নাটক থেকে ধাবারাহিকে ব্যস্ত বেশি থাকি। এমনিতে বিশেষ দিনে
খণ্ড নাটকে কাজ করি।
আনন্দ আলো: আপনার ভবিষ্যত পরিকল্পনা কী?
নাদিয়া: অভিনয় নিয়েই আমার সকল ব্যস্ততা। এরমধ্যে নৃত্যও আছে। এই দুয়ের মধ্যে আমি সারাজীবন বেঁচে থাকতে চাই।