Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

আমাদের সেক্টর নিয়ে ভাবার কেউ নেই – মীর সাব্বির

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। প্রথমবারের মতো ‘রাত জাগা ফুল’ শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণ করছেন তিনি। এরইমধ্যে ছবির শুটিং-ডাবিং শেষ করেছেন বলে জানালেন এ অভিনেতা। অপেক্ষায় আছেন ছবিটি সেন্সরে জমা দেবার। ছবিটি নিয়ে তিনি বেশ আশাবাদী।
আনন্দ আলো: আপনার রাজ জাগা ফুল ছবিটি সেন্সরে জমা দিতে দেরি করছেন কেন?
মীর সাব্বির: করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে সেন্সরে দিতে কিছুটা বিলম্ব হচ্ছে।
আনন্দ আলো: নতুন ধারাবাহিক অনেক দিন বাদে পরিচালনা করছেন। এত দীর্ঘ বিরতি কেন?
মীর সাব্বির: কয়েক মাস আগেই নতুন ধারাবাহিকটি নির্মানের পরিকল্পনা ছিল। কিন্তু একের পর এক লকডাউনের কারণে সেটি সম্ভব হয়নি। শুটিং থেকে পিছিয়ে আসতে হয়েছে। কারণ আমাকে টানা শুটিং করতে হবে। আসলে আমাদের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলতে পারছি না।
আনন্দ আলো: লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন অফিসের পাশাপাশি গার্মেন্টস-ব্যাংক খোলা রাখা হচ্ছে। কিন্তু শুটিং একেবারে বন্ধ। এ নিয়ে আপনার মন্তব্য কী?
মীর সাব্বির: আমাদের সেক্টর নিয়ে ভাবার কেউ নেই। সবাই এটাকে আনন্দের জায়গা মনে করে। কেউ ভাবে না এ অঙ্গনের মানুষগুলোর রুজি-রোজগারের বিষয়টি। লকডাউনে যদি শর্ত সাপেক্ষে অন্য সেক্টরগুলো খোলা থাকতে পারে তাহলে আমরা কেন পারবো না? ঈদের পর সব শিল্পী ঘরবন্দি হয়ে আছেন। হয়ত কেউ কেউ অর্থনৈতিকভাবে সাবলম্বী। কিন্তু শুটিং বন্ধ থাকলে অনেকেই অর্থনৈতিক সমস্যায় পড়েন।