Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

‘মাশরাফি জুনিয়র’-এর মাইলফলক

বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটকটি গত বছরের নভেম্বর মাস থেকে প্রচার হচ্ছে।
নাটকটি শুরু হয়েছিল মণি আর মন্ডা দুই ভাইবোনের ভালোবাসার গল্প দিয়ে। ক্রিকেটপাগল মন্ডার খেলা দেখে মণির মাঝেও জন্মেছিল ক্রিকেট আর ক্রিকেটার মাশরাফির জন্য আবেগ ও ভালোবাসা। তবে গ্রামের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে ন্যায়ের পথে থাকতে গিয়ে হারিয়ে যেতে হয় মন্ডাকে। ভাইকে খুঁজতে শহরে এসে সাদিক খানের বাড়িতে মণি পায় বন্ধু আয়ান আর মমতাময়ী মা রুনার দেখা। মেয়ে হয়েও ছেলের বেশ ধরে মণি ক্রিকেট খেলে সুনাম কুড়ায় ‘মাশরাফি জুনিয়র’ নামে। অনেক চড়াই উতরাই পেরিয়ে ভাইকে খুঁজে পেলেও মণি দেখে স্মৃতি হারিয়ে সে এখন ‘মানিক’। মণি কী ভাইকে আগের মতো ফিরে পাবে? ক্রিকেট নিয়ে যে স্বপ্নের শুরু হয়েছে তার, সেটা কী পূরণ হবে? এমন অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবে নাটকের আগামী পর্বগুলোতে।
আহমেদ খান হীরকের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন আসফিদুল হক। সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সাফানা নমনি, অনিন্দ, হামিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফর রহমান জর্জ, আইরিন আফরোজ, মাইমুনা ফেরদৌস মমসহ অনেকে।