Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

আমার কোন পিছু টান নাই

‘অন্যান্য নারী নির্মাতা আর আমার মধ্যে কিছুটা পার্থক্য আছে।’ এভাবেই শুরু করলেন শাহনেওয়াজ কাকলী। বিষয় ছিল নারী নির্মাতা হিসেবে বাড়তি কোনো সুবিধা বা অসুবিধার মুখে পড়তে হয় কি না। বললেন, ‘আমাদের দেশে অনেক নির্মাতা আছেন, তাঁরা আগে অভিনয়শিল্পী ছিলেন এবং নিজেরা পরিচিত মুখ। সেই সুযোগটা আমার নেই। আমি আগাগোড়া একজন নির্মাতা। কিন্তু আমার বেলায় যা ঘটে, কোনো অফিসে গেলে নিজের অনেক পরিচয় দিয়ে তারপর হয়তো ভেতরে প্রবেশের অনুমতি মেলে। তারকা নির্মাতাদের জন্য সেটা অনেক সহজ।’

নিয়মিত নাটক ও চলচ্চিত্র পরিচালনা করেন কাকলী। নারী নির্মাতাদের স্বাধীনতার প্রসঙ্গে বলেন, ‘নারী হওয়া সত্তে¡ও আমি নিজে একটা সুবিধা পাই, তা হলো সংসারের পিছুটান না থাকা। কারণ আমার স্বামী প্রাণ নিজেও একজন অভিনয়শিল্পী। ফলে তিনি আমার অনেক সুযোগ-সুবিধা বোঝেন। যেটা অনেক নারী নির্মাতাই হয়তো পান না। চাইলে আমি কিন্তু এক মাসের জন্য বাইরে বেরিয়ে পড়তে পারি। কিন্তু অনেককে বাইরে কাজ করে এসে আবার সংসার সামলাতে হয়। হয়তো ঘরে কোনো কাজ ফেলে এসেছে, বাইরে কাজ শেষ করে ঘরে ফিরে সেই কাজটা সারতে হবে। এ রকম হরহামেশাই হয়।’