আজ শোকাবহ ১৫ আগস্ট!

আজ ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত শোকবহ দিন। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্য নৃশংসভাবে খুন হন! বিদেশে থাকায় ভাগ্যগুনে বেঁচে যান বঙ্গবন্ধুর আদরের দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।
আজ জাতীয় শোক দিবস। দেশের সকল দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। সকল টিভি চ্যানেলে বিশেষ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। চ্যানেল আইতে দিনব্যাপি অনুষ্ঠানমালা প্রচার হবে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে- সকাল ৭:৩০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি ‘গানে দিয়ে শুরু’। দুপুর ১২:০৫ প্রচার হবে ‘বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা’। দুপুর ১২:৩০ মিনিটে রয়েছে ফ্রেশ প্রিমিয়াম টি ‘তারকা কথন’ সরাসরি। প্রযোজনা করবেন রাজু আলীম। বিকেল ৩:০৫ মিনিটে দেখানো হবে জয়া আহসান অভিনীত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘গেরিলা’। পরিচালনা করেছেন নাসিরউদ্দিন ইউসুফ।
সন্ধ্যা ৬:২০ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব ‘বঙ্গবন্ধুর প্রিয় খাবার’। রাত ৯:৩০ মিনিটে দেখানো হবে বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর পরিবেশ ভাবনা’। পরিকল্পনা ও উপস্থাপনা ও পরিচালনায় মুকিত মজুমদার বাবু। রাত ৯:৫০ মিনিটে রয়েছে শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ প্রতিবেদনমূলক অনুষ্ঠান ‘মাটি ও মানুষের মহান নেতা’। রাত ১১:৩০ মিনিটে প্রচার হবে রেজওয়ানা চৌধুরী বন্যার পরিকল্পনা, উপস্থাপনা ও পরিবেশনায় বিশেষ অনুষ্ঠান ‘তোমরা অমর’। প্রযোজনায় ইফতেখার মুনিম।

  • এক্সক্লুসিভ