পাপ বাপকেও ছাড়ে না

পাপ বাপকেও ছাড়ে না। আর তাই বোধকরি পুত্রের অন্যায় কাজের জন্য কাঠগড়ায় দাঁড়িয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তাঁর ছেলে আরিয়ান খান বিলাস বহুল এক প্রমোদতরীতে মাদক সেবনের দায়ে গ্রেফতার হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এনিয়ে শুরু হয়েছে তুমুল হৈ চৈ আর আলোচনা সমালোচনা। ছেলের অপকর্মের দায় নিতে হচ্ছে বলিউড বাদশাকে। অনেকে তাকে কটাক্ষ করতে শুরু করেছেন। ফলে পাপ যে বাপকেও ছাড়ে না এই কথাটিই আবার প্রমাণিত হল।

  • এক্সক্লুসিভ