Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

জিতলে তালি হারলে গালি এটা ঠিক নয়

ক্রিকেট হাসলেই হাসে বাংলাদেশ। মরুর দেশে চলছে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। প্রতিযোগিতার মূল পর্বে ১২ দলের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ২৪ অক্টোবর রবিবার বাংলাদেশের প্রথম খেলা ছিল শ্রীলংকার সাথে। প্রথম ব্যাট করতে নেমে ১৭১ এর ফাইটিং স্কোর দাঁড় করিয়েছিল বাংলাদেশ। জয়ের বন্দরে দাঁড়িয়েছিল। কিন্তু বাজে ফিল্ডিং এর কারণে হেরে গেছে শ্রীলংকার সাথে। লিটন দাস পর পর দুটি ক্যাচ মিস করেছে। এ ছাড়া দলের অন্যদের ক্ষেত্রেও ফিল্ডিং ভালো ছিল না। কথার আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস। সেটাই হয়েছে। ক্যাচ মিস করে বাংলাদেশ পরাজয় বরণ করেছে। এই নিয়ে বাংলাদেশ দলের খেলোয়াড়দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ আপত্তিকর মন্তব্য করায় ক্ষেপেছেন মুশফিকুর রহীম। তিনি বলেছেন, বাংলাদেশ জিতলে তালি দিবেন আর হারলেই গালি দিবেন এটা ঠিক না। হারিজৎ খেলারই অংশ। একথা সবাইকে মনে রাখতে হবে। উল্লেখ্য, ২৭ অক্টোবর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সাথে লড়াই করবে বাংলাদেশ।