Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

হলিউডের প্রতি নির্ভরশীলতা কমানোর আহবান কঙ্গনার

কঙ্গনা রানাউত। সাম্প্রতিক সময়ে বলিউডের ব্যাপক আলোচিত অভিনেত্রী। সবার মুখের ওপর ‘সত্যকথা’ বলার ক্ষেত্রে তার ভূমিকার বেশ প্রশংসা করেন অনেকে। ‘ঠোটকাটা’ বলেও তাকে অভিহিত করেন কেউ কেউ। সেই কঙ্গনা হলিউড সিনেমার প্রতি নির্ভরশীলতা কমানোর আহবান জানিয়েছেন তার দেশের সকল চলচ্চিত্র নির্মাতাকে। কঙ্গনা বলেছেন, ‘আত্মনির্ভর’ ভারত গড়ে তোলার জন্য আমাদের উচিৎ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি গুলোকে আরও সহযোগিতা করা। কঙ্গনার মন্তব্য ‘আমেরিকান কিংবা ইংরেজি সিনেমা ভারতীয় সিনেমার বাজার নষ্ট করছে। এক দেশ এক জাতি হিসেবে এর মোকাবিলা করা জরুরি। দক্ষিণ ভারত কিংবা উত্তর ভারত এই ধরনের বৈষম্যমূলক চিন্তাধারা বাদ দেওয়া উচিৎ। আমাদের উচিৎ দেশীয় সিনেমা আরও বেশী করে দেখা।

কঙ্গনার মতে, আন্তর্জাতিক ক্ষেত্রে একচেটিয়া আধিপত্যের কারণে হলিউড চলচ্চিত্র আজ জার্মান, ইটালিয়ান, ফ্রেঞ্চ সহ অন্যান্য অঞ্চলের সিনেইন্ডাস্ট্রি গুলোকে ধ্বংস করে দিচ্ছে। ভারতেও ঠিক তাই করছে। কাজেই ভারতের উচিৎ নিজস্ব ইন্ডাস্ট্রির প্রতি অধিক মনোযোগী হওয়া।