Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

দেড় বছর পর দেশের স্কুল গুলো খুলছে!

আহা, কী আনন্দ! স্কুল খুলে যাচ্ছে প্রায় দেড় বছর পর। ছেলে-মেয়েরা স্কুলে যাবে। ক্লাশ রুম পাবে, খেলার মাঠ পাবে। বন্ধুদের সাথে বহুদিন পর দেখা হবে তাদের। প্রিয় শিক্ষক শিক্ষিকাদের আদর পাবে তারা। দেশ জুড়ে একটা আনন্দ জোয়ার বইছে। ঘটনা তো আর সামান্য নয়। একটানা দেড় বছর স্কুলের সাথে ছাত্র-ছাত্রীদের কোনো সম্পর্ক ছিল না। অনেকে স্কুলের ছবিও ভুলে গেছে। আহা! প্রিয় স্কুল। দেখতে কেমন হয়েছ তুমি? কতই না জল্পনা-কল্পনা। শেষ পর্যন্ত স্কুল খুলছে। যদিও করোনার সংক্রমন পুরোপুরি কমেনি। তবুও স্কুল খুলছে। বাবা-মা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব এবার অনেক বেড়ে গেল। বাবা-মায়েরা তার সন্তানকে স্কুলে নেওয়ার সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মানবেন। স্কুল কর্তৃপক্ষও যথাযথ নিয়ম মেনে স্কুল পরিচালনা করবেন এটাই এখন সময়ের দাবী।