Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

আহারে, দেশের মানুষ!

রেজানুর রহমান

আহারে। ক্রিকেটের জন্য কতই না মায়া দেশের মানুষের। বাংলাদেশ ক্রিকেট দল নিশ্চিত হেরে যাচ্ছে জেনেও টিভি সেটের সামনে ভীড় কমছে না। নাবিস্কো মোড়ের কাছেই রাস্তার পাশে একটি ক্লাবে ছোট্ট টেলিভিশন সেটের সামনে দেড়, দুইশ মানুষের চোখে মুখে বিষাদের ছায়া। ইংল্যান্ডের সাথে বিশ্বকাপের দ্বিতীয় খেলায় বাংলাদেশ নিশ্চিত হেরে যাচ্ছে। তবুও ভীড় এতটুকু কমছে না। বাংলাদেশ একটু ভালো করলেই হাত তালি দিচ্ছে সবাই। শুকনো মুখ গুলো যেন একটু বিব্রত। মুখ কিছু বলার সাহস নেই। একজন বললেন, আমাদের বাংলাদেশ ক্রিকেট দল কী এতটাই দুর্বল? তাহলে এই যে কিছুদিন আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারাল সেটা কিভাবে সম্ভব হল?
পরাজয়ের পর অনেক প্রশ্ন মাথায় আসে সবার। বাংলাদেশ ক্রিকেট দলের কাহিল অবস্থার ব্যাখ্যা-বিশ্লেষণ ইতিমধ্যে শুরু হয়েছে। ছোট্ট একটা প্রশ্ন রাখতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আপনাদের সত্যিকার পরিকল্পনাটা কী? দল যে এভাবে হারবে এটা কি আপনারা বুঝতে পারেননি? ইংল্যান্ডের সাথে হারার পর সাংবাদিক সম্মেলনে পাঠানো হয়েছে দলের জুনিয়র সদস্য নাসুম আহমেদকে। কিন্তু কেন? বিশ্ব আসবে সাধারনত দলের মুখপাত্র হিসেবে কথা বলেন সিনিয়র সদস্য অথবা বিসিবির কোনো কর্মকর্তা কিংবা কোচিং স্টাফের দায়িত্বাবান কেউ। কিন্তু নাসুম আহমেদকে কেন সাংবাদিকদের মুখোমুখি করা হল? ব্যাপারটা কি এমন যে লজ্জায় বড়রা কেউ কথা বলতে চান না। তাই নাসুমকে বলির পাঠা বানান হল। নাসুম বলেছেন, আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের দিয়ে হচ্ছে না… এই কথার মানে কী? কোনদিকে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট?