Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ছবিতে নিয়মিত গাইছি

সংগীতশিল্পী হিসাবেই জনপ্রিয় দিলশাদ নাহার কণা। করোনাকালে অন্য সবার মতো তিনিও ঘরবন্দি। স্টুডিওকেন্দ্রিক কিছু কাজ অবশ্য করছেন। বিকল্প মাধ্যমে কনসার্টও করেছেন। গান এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো কণা সাথে।
আনন্দ আলো: করোনাকালে কীভাবে সময় কাটাচ্ছেন?
কণা: বেশিরভাগ সময় বাসায়ই থাকি। তবে গানের রেকর্ডিং থাকলে শুধু স্টুডিওতে যাওয়া হয়। আগের মতো সামাজিক কোনো আচার অনুষ্ঠানে এখন যাই না।
আনন্দ আলো: কিন্তু গত ঈদে তো একটি টিভি চ্যানেলে গাইতে দেখা গেছে…
কণা: আমি মনে করি এটিই সবার মতের বিরুদ্ধে করেছি। কারণ পরিবারের সদস্যরা করোনার এ দুঃসময়ে ঘরের বাইরে বের হতে নিরুৎসাহিত করেন। কিন্তু ভক্ত শ্রোতাদের দাবির জন্য একটি টিভি লাইভ করেছি। এ ছাড়া অনলাইনে একটি স্টেজ অনুষ্ঠানেও গান গেয়েছিলাম। আপাতত গানের অনুষ্ঠান নিয়ে কোনো ব্যস্ততা নেই।
আনন্দ আলো: করোনাকালে কেমন ক্ষতি হয়েছে আপনার?
কণা: কোনোভাবেই স্টেজ অনুষ্ঠান করতে পারছি না। শুধু আমি নই স্টেজ অনুষ্ঠানের সঙ্গে যারা যুক্ত যেমন মিউজিশিয়ান, সাউন্ড এসব কাজ যারা করতেন তাদের সবাই আর্থিক সংকটে আছে। যদি এভাবেই আরও কয়েক মাস চলতে থাকে তাহলে মানবিক বিপর্যয় ঘটতে পারে।
আনন্দ আলো: ছবির গানের খবর কী?
কণা: চিত্রনায়িকা রোজিনা আপার পরিচালনায় ‘ফিরে দেখা’ নামের ছবিটিতে একটি গান গেয়েছিলাম। ‘সোনার ময়না পাখি’ শিরোনামে এ গানটি লিখেছেন সোমেশ্বর অলি এবং সুর করেছেন ইমরান। রোমান্টিক ঘরানার এ গানটি আশা করছি শ্রোতাদের ভালো লাগবে। ছবিতে আমি নিয়মিতই গাইছি।
আনন্দ আলো: নতুন গানের কোনো প্রজেক্ট কি আছে এখন আপনার?
কণা: তা তো থাকেই। আমি নতুন গানের কাজে কখনো বিরতি নেইনি গত কয়েক বছরে। তবে যে পরিকল্পনা হাতে নিই, তার অর্ধেক বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে। করোনার কারণেই সব এলোমেলো হয়ে যাচ্ছে।