Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

এই সময়ে মানসিকভাবে ভালো থাকার চেষ্টা করতে হবে – আঁখি আলমগীর

জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। ক্যারিয়ারের শুরু থেকেই দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে যারপরনাই ব্যস্ত সময় পার করছেন। স্টেজের পাশাপাশি অডিও এবং প্লেব্যাক নিয়েও হরহামেশাই ব্যস্ত থাকেন এ গায়িকা। যদিও করোনা পরিস্থিতির কারণে আপাতত স্টেজ শো বন্ধ রয়েছে। করোনা পরিস্থিতির কারণে আঁখিও সতর্ক থাকছেন। বেশিরভাগ সময় বাসাতেই কাটাচ্ছেন।
আনন্দ আলো: সব মিলিয়ে কি অবস্থা? কেমন আছেন?
আঁখি আলমগীর: ভালো আছি, সুস্থ আছি। আলহামদুলিল্লাহ।
আনন্দ আলো: ব্যস্ততা কি নিয়ে?
আঁখি আলমগীর: ঈদের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম। বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানে গেয়েছি। সরাসরি গান পরিবেশন করেছি বৈশাখি ও এশিয়ান টিভিতে। আর ঈদের পর থেকেই লকডাউন চলছে। তাই বেশিরভাগ সময় ঘরেই কাটাচ্ছি।
আনন্দ আলো: বাসায় কিভাবে সময় কাটছে?
আঁখি আলমগীর: আমার দুই মেয়েকে নিয়েই সময় চলে যায়। বাসার কাজ করি, সিনেমা দেখি। তাছাড়া আরো কিছু কাজ করেই সময়টা কাটছে।
আনন্দ আলো: ‘মখমল’ নামে একটি ফ্যাশন হাউজ চালু করেছেন। কি খবর তার?
আঁখি আলমগীর: বেশ ভালো চলছে। প্রত্যাশার চাইতেও ভালো সাড়া পাচ্ছি। আসলে পোশাক ডিজাইনের শখ, ইচ্ছা আমার ছোটবেলা থেকেই ছিলো। নব্বইয়ের দশকে আমার ডিজাইন করা কামিজ নিজেদের মধ্যে বিক্রি করেছি। তাছাড়া আমি সবসময় নিজের ডিজাইন করা পোশাক পরেছি, অন্যরা সেটা খুব পছন্দ খুব করতো। ব্যস্ততার কারণে পোশাক নিয়ে নিয়মিত কাজ করা হতো না। কিন্তু, করোনা মহামারিতে গানের কাজ কমে যাওয়ায় সময় দিতে পেরেছি। এখানে শিফন, সিল্ক, জর্জেট, মসলিন শাড়ি ও কামিজ নিয়ে কাজ করছি। এখন অনলাইনে চললেও আগামীতে আউটলেট খোলার ইচ্ছা আছে।
আনন্দ আলো: নতুন গান কি করা হচ্ছে?
আঁখি আলমগীর: নতুন গান কম করা হচ্ছে। সতর্ক থাকছি বেশি। আসলে সময়টা খুব ভালো নয়। আমি নিজেও কম বের হচ্ছি। অনেক প্রিয় মানুষদের আমরা হারিয়েছি। প্রতিদিনই প্রায় পরিচিতজনদের আক্রান্তের সংবাদ পাচ্ছি। তারপরও এই সময়ে মানসিকভাবে ভালো থাকার চেষ্টা করতে হবে। আমিও সেটাই করছি।