Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

নতুনদের পাশে কুমার বিশ্বজিৎ

নতুন প্রজন্মের গানের শিল্পীদের জন্য কাজ করছেন চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। সম্প্রতি দুই নতুন শিল্পীর জন্য দুটি গানের সুর করেছেন তিনি। তারা হলেন ২০১৭ সালের সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন শেখ ফারজানা তাসনিম সুমনা ও অন্যজন মৌমিতা বড়ুয়া। সুমনার জন্য গান লিখেছেন লিটন অধিকারী রিন্টু এবং মৌমিতার জন্য গান লিখেছেন আসিফ ইকবাল। এ দুই শিল্পী প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘দুজনকেই আসলে সেরাকণ্ঠ শো চলার সময়টাতে চেনা। তখনই তাদের কণ্ঠ, গায়কী প্রসঙ্গে আমার জানা। সুমনা তো ভীষণ ভালো গায়। অনুরূপভাবে মৌমিতাও।
তাদের জন্য এমনভাবে সুর করেছি, যেন তাদের নিজস্বতা বেরিয়ে আসে। কোনো শিল্পীর কণ্ঠে নিজস্বতা থাকলে তারা মৌলিক গান দিয়ে শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে। এ দুই শিল্পীর জন্য আমার আশীর্বাদ রইল। আমার বিশ্বাস, তারা ঠিকঠাকভাবে ভয়েজ দিতে পারলে দু’জনের জন্যই দুটি মাইলফলক গান হবে। বাকিটা তাদের সাধনা।’ উল্লেখ্য, কুমার বিশ্বজিতের জীবনের প্রথম সুর করা গান ছিল ‘প্রশ্ন তোমার আমায় কোথায় রাখো, হৃদয় বলে হৃদয়জুড়েই তুমি থাকো’। গানটি গেয়েছিলেন তিনি নিজেই। পি এ কাজল পরিচালিত ‘স্বামী স্ত্রীর ওয়াদা’ ছবিতে প্রথম সাবিনা ইয়াসমিন ও অ্যান্ড্রু কিশোর কুমার বিশ্বজিতের সুরে গান গেয়েছেন। এরপর আরও অনেকের জন্যই তিনি সুর সৃষ্টি করেছেন। এদিকে নিজের জন্য নতুন গান নিয়েও কাজ করছেন কুমার বিশ্বজিৎ।
আগামী শোক দিবস উপলক্ষ্যে বিটিভিতে বঙ্গবন্ধুকে নিয়ে তার গাওয়া ‘হে বন্ধু বঙ্গবন্ধু’ শিরোনামের একটি গান প্রচার হবে। এটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন কিশোর ও সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ। লকডাউনের জন্য শোক দিবসের বিশেষ টিভি শোতে অংশ নিতে পারেননি বলে জানিয়েছেন তিনি।