Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ছেলের ছবির প্রযোজক সোহেল রানা

আবারও ছবি প্রযোজনায় নেমেছেন নন্দিত অভিনেতা ও পরিচালক সোহেল রানা। ছেলে মাশরুর পারভেজকে দিয়ে নির্মাণ করিয়েছেন ‘গোয়িং হোম’ নামে একটি নতুন ছবি। ছবির শুটিং শেষ। চলছে সম্পাদনা ও কালার গ্রেডিং এর কাজ। সোহেল রানা বলেছেন, হরর-অ্যাকশন ঘরানার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘গোয়িং হোম’। অভিনয় করেছেন মাশরুর পারভেজ, নুসরাত জাহান জেরি, ফাহিম ফারুক, শাঙ্কু পাঞ্জা সহ অনেকে। এটি মাশরুর পারভেজের দ্বিতীয় ছবি। সোহেল রানার মতে, আমার অভিজ্ঞতা বলছে ‘গোয়িং হোম’ বর্তমান প্রজন্মের কাছে ভালো লাগবে।
উল্লেখ্য, দেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা ‘ওরা ১১ জন’ এর প্রযোজক ছিলেন সোহেল রানা ওরফে মাসুদ পারভেজ। এরপর পারভেজ ফিল্মস এর ব্যানারে একে একে নির্মাণ করেন- মাসুদ রানা, বজ্রমুষ্ঠি, অদৃশ্য শত্রু সহ বেশ কয়েকটি ছবি।