Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

আমাদের প্রিয় ফকির আলমগীর

ফরিদুর রেজা সাগর

গণমানুষের শিল্পী… মেহনতী মানুষের শিল্পী… বাংলা গণসঙ্গীতের প্রবাদপুরুষ ফকির আলমগীর আর নেই। তাঁর কণ্ঠে আর কখনো রাজপথ প্রকম্পিত হবে না। মেহনতী মানুষের বজ্রমুষ্ঠি আর তাঁর গান শুনে আকাশপানে উঠবে না। সংগীতের মাধ্যমে ফকির আলমগীর রুখে দাঁড়িয়েছিলেন বর্ণবাদের বিরুদ্ধে, নেলসন ম্যান্ডেলার পক্ষে গান গেয়ে।

কোথায় নেই তিনি?
ফকির আলমগীর সঙ্গীতের মাধ্যমে রাজপথে রেখেছেন শিল্পের ছোঁয়া আর শিল্পে তুলে এনেছেন রাজপথের গান। বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক আন্দোলনে তাঁর গান ছিল অনন্য হাতিয়ার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিক হিসেবে তাঁর উপস্থিতি আমাদের মুক্তিযোদ্ধাদের করেছে উজ্জীবিত।

সত্তরের দশকে বাংলা আধুনিক গানে পাশ্চাত্যের ধারাকে যোগ করা ফকির আলমগীর বাংলা পপ গানের ধারার অন্যতম প্রবর্তক। তাঁর গাওয়া গণসংগীত থেকে শুরু করে সখিনার প্রতি একজন মেহনতী শ্রমিকের আর্তি আমাদের বাংলা গানকে ঋদ্ধ করেছে। প্রতিবাদী গানের শিল্পীদের দল হিসেবে তিনি গড়েছিলেন ঋষিজ শিল্পী গোষ্ঠী। ফকির আলমগীর ছিলেন চ্যানেল আইয়ের সবসময়ের অকৃত্রিম বন্ধু। সকল আয়োজনে ছিল তাঁর সরব উপস্থিতি। তাঁর উপস্থিতিতে সমৃদ্ধ হয়েছে চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’, ‘তারকা কথন’, ‘আমার যত গান’, ‘তৃতীয় মাত্রা’, ‘বিজয় মেলা’ এবং স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজন। একুশে পদক, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এর বিশেষ সম্মাননা, ভাসানী পদক, শেরেবাংলা পদকসহ অনেক সম্মাননায় ভূষিত ফকির আলমগীরের বিদায়ে দেশ হারালো এক কিংবদন্তি শিল্পীকে, আর চ্যানেল আই হারিয়েছে একজন বন্ধুকে।
চ্যানেল আইয়ের পক্ষ থেকে মেহনতী মানুষের চিরকালের বন্ধু ফকির আলমগীরকে… লাল সালাম।

লেখক-বিশিষ্ট শিশু সাহিত্যিক ও
ব্যবস্থাপনা পরিচালক, চ্যানেল আই।