Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

গণসংগীত নিয়ে তাঁর অনেক বড় স্বপ্ন ছিল

রেজানুর রহমান

আমি তখন দৈনিক ইত্তেফাকে, সিনিয়র রিপোর্টার। বিনোদন বিভাগের দায়িত্ব পালন করতাম। একদিন সন্ধ্যায় ইত্তেফাকে এলেন ফকির আলমগীর। বাবরী দোলানো ঝাঁকরা চুল। যেন আরেক বিদ্রোহী কবি নজরুল ইসলাম। নিজের সাংস্কৃতিক প্রতিষ্ঠানের একটা প্রেস রিলিজ নিয়ে এসেছিলেন। অনুরোধ করলেন, প্রেস রিলিজের সংবাদটা যেন আগামীকালের ইত্তেফাকে ছাপা হয়। পরের দিন ইত্তেফাকে সংবাদটি ছাপা হল। ফকির আলমগীর খুব খুশি। টেলিফোন করে বললেন, মিয়া ভাই আপনি আমার একটা উপকার করলেন। ভালো থাকবেন।

সেই থেকে ফকির আলমগীরের সাথে আমার বন্ধুত্ব। তারপর ইমপ্রেস এর বিনোদন পাক্ষিক আনন্দ আলোয় যখন প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে যুক্ত হলাম তখন ফকির আলমগীরের সাথে বন্ধুত্বটা আরো গাঢ় হতে থাকলো। চ্যানেল আই তে এলেই তিনি আনন্দ আলোয় পাঁচ মিনিটের জন্য হলেও ঢুঁ মারতেন। নতুন গানের কথা বলতেন। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতেন। গণসংগীত নিয়ে বড় একটা পরিকল্পনা ছিল তাঁর। শেষ যেদিন আমাদের দেখা হয় সেদিন বলেছিলেন, করোনাকাল বিদায় নিলে গণসংগীত নিয়ে একটা বড় পরিকল্পনা সাজাবো। আপনি কিন্তু আমার সাথে থাকবেন।

আজ শুধুই সেই কথাটি মনে বাজছে। গণসংগীত, ফকির আলমগীর…
না ফেরার দেশে অনেক ভালো থাকবেন ফকির আলমগীর, অনেক ভালো থাকবেন। আমীন, সুম্মা আমীন।

লেখক- সম্পাদক, আনন্দ আলো।