Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ফারুকীর নতুন সিনেমার খবর

জনপ্রিয় চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী’র নতুন ছবি ‘নো ল্যান্ডস ম্যান’। ছবিতে যুক্ত হয়েছেন নতুন প্রযোজক শ্রীহারি শাথে এবং অস্ট্রেলিয়ান অভিনেত্রী মেগান মিচেল। চলচ্চিত্র দুনিয়ার নামকরা সংমাদমাধ্যম স্ক্রিন ডেইলি’র তথ্যানুযায়ী অভিনেত্রী মেগান মিচেল মূলত মেলবোর্নভিত্তিক থিয়েটার শিল্পী। ‘নো ল্যান্ডস ম্যান’ ছবির মাধ্যমেই মূলত তার চলচ্চিত্রে তার অভিষেক হবে। প্রযোজক শ্রীহারি শাথে এরই মধ্যে স্বাধীন চলচ্চিত্র দুনিয়ায় প্রযোজক হিসেবে বেশ নাম কামিয়েছেন। তিনি ভারতীয় হলেও কাজ করেন নিউইয়র্কে। স¤প্রতি তিনি জিতেছেন ইনডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে তিনি পেয়েছেন ৩৫টি’রও বেশি সম্মান। স্ক্রিন ডেইলি জানায়, ছবিটির প্রি- প্রোডাকশনের কাজ চলছে। ২০২০ সালের প্রথম ধাপে শুরু হবে ছবির শুটিং। ছবির চিত্রনাট্যে ফারুকীর সঙ্গে আরও আছেন ডেভিড বারকার। প্রসঙ্গক্রমে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘শ্রীহারি শাথে এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়ায় আমি খুবই খুশি। কারণ তিনি এখন খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। স¤প্রতি তিনি ইনডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড জিতেছেন, যা স্বাধীন চলচ্চিত্র দুনিয়ার অস্কারের মতো।’ তিনি আরও জানান, ২০২০ সালের প্রথম ধাপেই ‘নো ল্যান্ডস ম্যান’ শুটিং শুরু করার পরিকল্পনা চলছে।
ছবিতে আরও যুক্ত আছেন উপমহাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকী। তিনি ছবিতে অভিনয় তো করবেনই, পাশাপাশি ছবিটি’র সহ-প্রযোজক হিসেবেও থাকবেন।
ছবিটি হবে ইংরেজি ভাষায়। ছবিতে একজন দক্ষিণ ভারতীয় মানুষের পরিচয় সঙ্কটের সঙ্গে ঘটনাবহুল, অদ্ভুত এবং কিছুটা কৌতুকময় জীবন যাত্রার গল্প উঠে আসবে। তবে সেই মানুষটির অন্যরকম কিছু ঘটনা দেখা যাবে যখন অস্ট্রেলিয়ান এক নারীর সঙ্গে তার দেখা হবে আমেরিকায়।
ছবিটি প্রযোজনা করছে মোস্তফা সরয়ার ফারুকীর প্রতিষ্ঠান ‘ছবিয়াল’, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, স্কয়ার গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, নওয়াজউদ্দিন সিদ্দিকির প্রতিষ্ঠান ‘ম্যাজিক ইফ ফিল্মস’ এবং সর্বশেষ যুক্ত হওয়া প্রযোজক শ্রীহারি শাথে।

১৬ ডিসেম্বর আসছে ‘জিন’
চলতি বছরে শুরু হওয়া জাজ মাল্টিমিডিয়ার একমাত্র নতুন ছবি ‘জিন’। আব্দুন নূর সজল-পূজা চেরী এবং রোশান-মুন জুটির এ চলচ্চিত্রটির কাজ শেষ পর্যায়ে। বাকি আছে শুধু গান ও একদিনের প্যাচওয়ার্ক। সঙ্গে চলছে মুক্তির প্রক্রিয়াও। জানা গেছে, আসছে বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) ছবিটি মুক্তি পাবে। বিষয়টি জানালেন অভিনেতা ও চলচ্চিত্রটির নির্মাতা নাদের চৌধুরী। তিনি বলেন, ‘বেশ বড় ফ্রেমের ছবি ‘জিন’। কাজ একেবারেই শেষ পর্যায়ে। আর একদিন শুটিং করবো। তারপর গানের কাজ হবে। এরমধ্যে দুটি গান দেশে ও অপরটি বিদেশে করার পরিকল্পনা আছে।’ গান তিনটির দুটি হলো ‘ঢঙ্গি ছেলে’ ও ‘নাই রে নাই রে জিন’। এরমধ্যে ‘ঢঙ্গি ছেলে’ শিরোনামের গানটি বালি অথবা ব্যাংককে করার ইচ্ছে পরিচালকের। নাদের চৌধুরী আরও বলেন, ‘কলকাতায় এখন সম্পাদনার কাজ চলছে। গানের দৃশ্যগুলো হয়ে গেলে আমরা চলচ্চিত্রটি সেন্সরে পাঠাবো। সব ঠিক থাকলে এটি ১৬ ডিসেম্বর উপলক্ষে মুক্তি পাবে।’