হঠাৎ খারাপ, হঠাৎ ভালো, রহস্য কী?

আজিজুল হক

ছি: ছি:… গেল গেল… বলে রব উঠেছিল তাকে ঘিরে। অর্থাৎ পরীমনিকে ঘিরে অনেকটা ‘হইতে সাবধান’ টাইপের মতো সতর্কতা শুরু হয়েছিল। একজন জনপ্রিয় চিত্র নায়িকা। হঠাৎ তাকে ফিল্মী কায়দায় গ্রেফতার করা হল। ফিল্মী কায়দায় তিনি কারাগারে গেলেন। তারপর তাকে ঘিরে শুধু চলচ্চিত্র পাড়ায় নয় গোটা সাংস্কৃতিক অঙ্গনে একটা নেতিবাচক ধারনা ছড়িয়ে গেল। ধারনাটা হলো পরীমনি ‘নষ্ট মেয়ে মানুষ’। তার সাথে আর সম্পর্ক রাখা ঠিক হবে না। খোদ চলচ্চিত্র শিল্পী সমিতি তার সদস্য পদ স্থগিত ঘোষণা করলো। পরীমনিকে ঘিরে কতজন যে কত কথা বলল। তারা হয়তো ভেবেছিল পরীমনির ক্যারিয়ার এখানেই শেষ। জেল থেকে হয়তো অচিরেই ছাড়া পাবেন না পরীমনি। সে কারনে পরীমনিকে এড়িয়ে চলতে শুরু করলেন কাছের মানুষেরাও।
কিন্তু হঠাৎ বদলে গেল দৃশ্যপট। পরীমনি যেমন বিজয়ীর বেশে কারাগারে গিয়েছিলেন তেমনই বিজয়ীর বেশেই জেল থেকে বেরিয়ে এলেন। এবার পরীর সাথে সখ্যতা সৃষ্টির নতুন লড়াই শুরু হল। যারা ‘হইতে সাবধান’ টাইপের মানসিকতা নিয়ে পরীমনিকে ঘিরে নানান কথা বলেছেন তারাও এখন পরীমনির পিছনে ঘুর ঘুর করছেন। নতুন সিনেমায় পরীমনিকে যুক্ত করার জন্য পরিচালকদের মধ্যে এক ধরনের লড়াই শুরু হয়েছে। চলতি বছরে নতুন ছবির জন্য পরীমনির কোনো ডেট খালি নাই। শেষ খবরে জানা গেল জনপ্রিয় টিভি নাটক নির্মাতা অরন্য আনোয়ার তার প্রথম ছবি ‘মা’ এর জন্য পরীমনিকে অভিনেত্রী হিসেবে চূড়ান্ত করেছেন। পরীমনিকে তিনি মিষ্টি খাওয়াচ্ছেন এমন ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সবই পরীমনির জন্য ভালো খবর। সার্বিক পরিস্থিতি দেখে কেউ কেউ একটু অবাকও হয়েছেন। তাদের বক্তব্য হলোÑ পরীমনিকে হঠাৎ করে কেনই বা ‘খল’ নায়িকা বানানো হল। আবার এখন কেন তার পিছনেই সবাই ছুটছে। আসল রহস্য কী?

  • এই মাত্র পাওয়া