কার গান কে বাজায়?

কার গান কে বাজায়? এনিয়ে যেন কোনো নিয়ম নীতি নেই। বোধকরি সে জন্যই একটি মুঠোফোন কোম্পানীর বিরুদ্ধে আদালতে মামলা করতে গিয়েছিলেন ব্যান্ড লিজেন্ড জেমস। আদালত মামলা নেয়নি। তবে অভিযোগটি আগে থানায় করতে পরামর্শ দিয়েছেন আদালত। কপি রাইট ভেঙ্গে গান ব্যবহার করায় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে ১৯ সেপ্টেম্বর মামলা করতে আদালতে যান জেমস। মাননীয় দায়রা জজ আদালত মামলার সেই আবেদন ফিরিয়ে দিয়ে জেমসকে গুলশান থানায় মামলা করার পরামর্শ দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, জেমস এর জনপ্রিয় বেশ কিছু গান তাঁর অনুমতি ছাড়া বাংলালিংক ব্যবহার করছিল। বেশ কয়েকবার সেসব বন্ধ করার কথা জানালেও সেটা তারা চালিয়ে যাচ্ছিল। তারই প্রেক্ষিত কপিরাইট আইনে আদালতে মামলা করতে গিয়েছিলেন জেমস। তবে আদালত থেকে ফিরে থানায় মামলা করার ব্যাপারে জেমস কোনো উদ্যোগ নিয়েছেন কিনা তা এখনও জানা যায়নি।

  • এই মাত্র পাওয়া