এবার মেট্রোরেলে ইত্যাদি

মেট্রোরেল নিয়ে কতই না জল্পনা-কল্পনা শুরু হয়েছে। উন্নত দেশের মত আমাদের রাজধানী ঢাকায় মাথার উপর দিয়ে যাবে ট্রেন। এটা যেন এখনও বিশ্বাস হচ্ছে না কারও কারও। কিন্তু ঘটনা সত্যি। সব প্রস্তুতি শেষ এখন শুধু অপেক্ষার পালা। স্বপ্নের মেট্রোরেলেই এবার শ্যুটিং হয়েছে দেশের বহুল জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান হানিফ সংকেতের ইত্যাদির। করোনার কারণে এবার অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি থাকছে না। মেট্রোরেলের বগিতে বিভিন্ন ভাবে শ্যুটিং হয়েছে ইত্যাদির। খ্যতিমান গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় ও মনোয়ার হোসেন টুটলের সুরে এবারের ইত্যাদিতে গান গেয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমীন। এছাড়া কিছু নিয়মিত পর্ব সহ নতুন কিছু পর্ব থাকবে। নাটোরের বড়াই গ্রাম উপজেলার প্রকৌশলী মো: আমিন উল্লাহ’র ওপর একটি উদ্ধুব্দকরণ প্রতিবেদন প্রচার করা হবে। আরও থাকবে গ্রীসে ধারনকৃত অলিম্পিক স্টেডিয়ামের প্রায় ৩ হাজার বছরের পুরনো ইতিহাস থেকে বর্তমান ইতিহাস। ৩০ জুলাই বিটিভিতে প্রচার হবে এবারের ইত্যাদির নতুন অনুষ্ঠান।

  • এই মাত্র পাওয়া