নাটকের ভাষা নিয়ে আপত্তি ইউটিউব থেকে নাটক প্রত্যাহার

নাটকের নাম ‘ঘটনা সত্য’। নাটকে একটি সংলাপ আছে ‘প্রতিবন্ধী শিশু পাপের ফসল’। ঈদের অনুষ্ঠানমালার আওতায় নাটকটি প্রচার হয়। রুবেল হাসান পরিচালিত এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। নিশো একজন গাড়ী চালক আর মেহজাবীন গৃহপরিচারিকা। নাটকটির শেষ অংশে ওই সংলাপটি আছে। একজন অর্টিস্টিক সন্তানের মা সাজিদা রহমান ক্ষোভ প্রকাশ করেছেন এই সংলাপটি নিয়ে। তিনি বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পরিবার এবং পিতা মাতাকে আঘাত করে এবং প্রতিবন্ধিতা সম্পর্কে যে ধরনের নেতিবাচক বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা অত্যন্ত নেতিবাচক, দুঃখজনক ও মানহানিকর।
নাটকটির পরিচালক রুবেল হাসান সহ নাটক সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ এই সংলাপটির জন্য দুঃখ প্রকাশ করেছেন। রুবেল হাসান বলেছেন, সত্যিকার অর্থে এটি আমাদের ভুল ছিল। আমরা ক্ষমাপ্রার্থী।

  • এই মাত্র পাওয়া