৫৪১ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস

ক্যান্ডি টেস্ট তৃতীয় দিন

পাল্লেকেলেতে আজ সকালেই সাফল্য পেয়েছেন শ্রীলঙ্কান বোলাররা। ফিরিয়ে দিয়েছেন লিটন দাসকে। তবে সেটি বাংলাদেশের সংগ্রহ ৫০০ পেরোবার পরই, লিটনের ফিফটি পূরণ হওয়ার পরই। গতকাল আলোর স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের কিছু আগেই খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। খেলা আর মাঠে গড়ায়নি। ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে আজ ১৫ মিনিট আগেই খেলা শুরু করেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম আর লিটন দাস মোটামুটি হাত খুলেই খেলছিলেন। আগের দিন ৪৩ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম প্রথমে ফিফটি পূরণ করেন। এরপর লিটন। ব্যক্তিগত ৫০ রানে তিনি ধনঞ্জয়া ডি সিলভার বলে বিশ্ব ফার্নান্দোর হাতে ক্যাচ দেন। লিটন ৫০ করেছেন ৬৭ বলে, ৫টি চার ও একটি ছক্কায়।

মুশফিক অপরাজিত আছেন ৫৫ রানে। তিনি ১৩৪ বল খেলে ৫টি চার ও একটি ছক্কায় নিজের ইনিংসটি গড়েছেন। লিটনের বিদায়ের পর উইকেটে এসেছেন মেহেদী হাসান মিরাজ।শ্রীলঙ্কার পক্ষে এখনো পর্যন্ত সেরা বোলার বিশ্ব ফার্নান্দো। তিনি ৩ উইকেট নিয়েছেন ৮১ রানে। একটি করে উইকেট নিয়েছেন লাহিরু কুমারা ও ধনঞ্জয়া ডি সিলভা।

  • এই মাত্র পাওয়া
  • ক্রীড়া বিনোদন