Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

পাগলের বেশে আজিজুল হাকিম

আজিজুল হাকিম, দেশের একজন নামকরা অভিনেতা। টিভি নাটকে দারুণ জনপ্রিয় তিনি। করোনার কারণে টানা প্রায় দুই বছর অভিনয়ে তেমন সরব ছিলেন না। সম্প্রতি আবার অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। এস এ হক আলীক পরিচালিত নতুন সিনেমা গলুইতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন। চরিত্রটিতে তিনি পাগলের বেশ নিয়েছেন। প্রসঙ্গক্রমে বললেন, আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ন। আমাদের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সাথে অভিনয় করতে গিয়ে বুঝলাম, সে অভিনেতা হিসেবে আসলেই অসাধারন।
সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’ নামে একটি সিনেমায় অভিনয় করেন আজিজুল হাকিম। গলুই ছবিতে তিনি শাকিব খানের চাচার চরিত্রে অভিনয় করছেন। জামালপুরের বিভিন্ন লোকেশনে চলছে গলুই এর শুটিং। বিশিষ্ট অভিনেত্রী সুচরিতা ও চিত্র নায়িকা পুজা চেরী সহ আরও অনেকে এই ছবিতে অভিনয় করছেন।