Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

মঞ্চে ফিরছেন আবুল হায়াত

 

করোনার ঝুকি না থাকলে এতদিনে বিশিষ্ট অভিনেতা আবুল হায়াতকে হয়তো মঞ্চে নতুন ভাবে দেখা যেত। তবে আশার কথা, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায়, আবুল হায়াত ঘোষণা দিয়েছেন শীঘ্রই তিনি মঞ্চে ফিরবেন। নাটকের নাম ‘শোধ’। নিজেই নাটকটি লিখেছেন। এটি-স্টেপ ওয়ান ঢাকার, নতুন প্রযোজনা। নির্দেশনা দিবেন ডমিনিক গোমেজ। আবুল হায়াত মঞ্চের জন্য প্রথম যে নাটকটি লিখেছিলেন তার নাম ‘সুচনা’। এটিও ছিল স্টেপ ওয়ান ঢাকার প্রযোজনা।

‘শোধ’ নাটকের পটভূমি সম্পর্কে জানতে চাইলে আবুল হায়াত বলেন, কতৃত্ববাদী মানুষ, যারা দেশ বিরোধী, যারা মানুষকে দমিয়ে রাখতে চায় সেই ধরনের মানুষকে নিয়েই নাটকের গল্প বিস্তৃত হয়েছে।