Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

চলো যাই লিটল ম্যাগ চত্বরে

মোহাম্মদ তারেক
বইমেলায় অন্যতম আলোচিত একটি কর্ণার লিটল ম্যাগ কর্ণার। বাংলা একাডেমির বহেরা তলায় এর অবস্থান। অনেকগুলো খোলা স্টল এক সারিতে স্থান করে নিয়েছে। ঠিক যেন একজনের হাত ধরে অন্যজনের ছুটে চলা। হাতে হাত রেখে পথচলা। লিটলম্যাগের লেখক-প্রকাশকদের অনেকেই বলেন, লিটলম্যাগ মানেই ছোট পত্রিকা। কিন্তু সবাই মানেন ওই ছোট পত্রিকার ভ‚মিকা অনেক বড়। আজ যারা লেখালেখির জগতে বড় তারকা বনে গেছেন তাদের অনেকেরই সাহিত্যচর্চা শুরু হয়েছিল লিটলম্যাগের মাধ্যমেই। বইমেলায় যারা আসেন তারা একবারের জন্য হলেও বহেরা তলায় লিটলম্যাগ চত্বরে ঢুঁ মারতে ভুলবেন না। প্রতিবারের মতো এবারেও বাংলা একাডেমি প্রাঙ্গনে বর্ধমান হাউজের পেছনে বহেরা তলায় পরিপার্টি করে সাজানো হয়েছে ১০০টি লিটলম্যাগ স্টল। এই স্টল গুলোর মধ্যে আছে শব্দগুচ্ছ, মেলবন্ধ, ম, অনুভ‚তি, কঁরাতকল, শব্দীয়, জলছবি, কবিতা বাংলা, লোক, চৈতন্য, দাঁড়িকমা, কবিতার রাজপথ, একবিংশ, খড়িমাটি, জমিন, শুদ্ধস্বর, চারবাক, কবিতাচর্চা. প্রকাশ, কালের ধ্বনি, দ্রষ্টব্য, শঙ্খচিল, মেঘফুল, শিরদাড়া, চিহ্ন, সব্যসাচি, হাতেখড়ি, কবিতা পত্র, শব্দ বিন্যাস, গল্পকার, ক্যাপটেন, নতুন একমাত্রা, প্রতিবুদ্ধিজীবি, পরাগ, বেহালা বাংলা, বাসপ, প্রতিকথা, ছড়া ও আনন্দ, রঙধনু, বাংলা লিপি, অন্যপ্রাপন, দাঁড়কাক, জয়তি, দ্বিবাচ্য, ম্যাজিক লণ্ঠন, সাহিত্য সাময়িকী, সন্ধ্যা, জেব্রাক্রসিং ইত্যাদি। লিটল ম্যাগ কর্ণারটির মাঝ খানে প্রচুর জায়গা রাখা হয়েছে। যে কারণে এই কর্ণারে তরুণ লেখকদের আড্ডা হচ্ছে প্রথম দিন থেকে। অনেকেই বলছেন এবার লিটল ম্যাগ ভালো বিক্রি হবে যার আভাস প্রথম দিন থেকে পাওয়া যাচ্ছে।