Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

মেলা দেখা বই কেনা সঙ্গে আছে গান আর নাটক

সৈয়দ ইকবাল: 
একুশে বইমেলা এবার বিশাল আয়োজনে মহাউৎসবের আকার ধারন করেছে। শুধুমাত্র বইমেলাকে কেন্দ্র করে একদিকে টিএসসি, শাহবাগ, অন্যদিকে দোয়েল দ্বীপ থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার পাশাপাশি গোটা সোহরাওয়ার্দী উদ্যান যেন এক মহা উৎসবের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। বাংলা একাডেমির নিজস্ব আঙিনার পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল চত্বর জুড়ে বসেছে এবারের একুশে বইমেলা। আর এই মেলাকে কেন্দ্রকরে টিএসসি সড়ক দ্বীপ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে চলছে নানা মুখি সাংস্কৃতিক আয়োজন। বাংলা একাডেমির মূল মঞ্চে আলাদা করে সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছেই। গতকাল রবিবার বিকেলে টিএসসি এলাকা দিয়ে বইমেলার দিকে পা বাড়াতেই পাশেই সড়কদ্বীপে চোখে পড়ল উৎসব মুখর পরিবেশ। সেখানে মাঠ জুড়ে চলছে পিঠা উৎসব। আর মঞ্চে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিপুল সংখ্যক দর্শক শ্রোতা এই আয়োজনে ভীড় করেছে। টিএসসি এলকা পেরিয়ে বাংলা একাডেমির প্রধান গেটের দিকে যেতেই বামে চোখে পড়লো খোলা মঞ্চে গ্রæপ থিয়েটার ফেডারেশানের উদ্যোগে চলছে পথ নাটক উৎসব। বইমেলার অনেক দর্শনার্থী এই উৎসবের সঙ্গী হয়েছেন। বইমেলা থেকে একটু দূরে কেন্দ্রীয় শহীদ মিনারে ৭দিন ব্যাপি পথনাটক উৎসবের আওতায় গতকাল বিভিন্ন নাট্য গ্রæপ নাটক মঞ্চস্থ করেছে। সব কিছু মিলে গোটা বিশ্ববিদ্যালয় এলাকা, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি প্রাঙ্গন, কেন্দ্রীয় শহীদ মিনার ও পাশাপাশি বাংলা একাডেমির গোটা এলাকা উৎসব আমেজে দারুন ব্যস্ত এখন। আর তাই তো প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকা থেকে মানুষ প্রতিদিন ছুটে আসছে বইমেলায়।
প্রিয় পাঠক, মেলা দেখা, গান শোনা, নাটক দেখা তারপর বিশেষ কমিশনে বইকেনার সুযোগ আপনিও নিতে পারেন।