Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

অনন্যা: মানসম্পন্ন বইয়ের প্রকাশনা

সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার অংশের মাঝখানে অবস্থিত সৃজনশীল বইয়ের প্যাভিলিয়ন অনন্যা। চমৎকার ভাবে সাজানো গোছানো এই প্যাভিলিয়নের তিন পাশ খোলা এক পাশে রয়েছে বইয়ের র‌্যাক। পাঠকরা তিন পাশে দাঁড়িয়েই স্বচ্ছন্দে বই দেখতে পারেন। এই প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল ইসলাম। মেলায় এই প্রকাশনীর ষ্টলে পাওয়া যাচ্ছে গল্প, কবিতা, উপন্যাস, ছড়া, শিশুতোষ, আত্মজীবনী, ভ্রমণ, সংকলন, সমগ্র, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, খেলাধুলা, পরিবেশ ও অর্থনীতি। এছাড়াও দেশের বিশিষ্ট জনের লেখা বই পাওয়া যাচ্ছে এই প্যাভিলিয়নে। এবার অনন্যা থেকে প্রকাশ হয়েছে ১৫০টি নতুন বই।