Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

যোগ দিন মূলমঞ্চের আলোচনায়

বইমেলার বাংলা একাডেমি অংশের মূলমঞ্চে প্রতিদিনই বিকেলে বিষয় ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু সেই আলোচনায় অনেক সময় দর্শক সংখ্যা কম থাকে। প্রতি বছরই মেলার আলোচনা সভায় এই দৃশ্য চোখে পরে। অথচ আলোচনা সভায় গুরুত্বপুর্ন বিষয় নিয়ে প্রতিদিন আলোচনা করা  হয়। যারা বইমেলায় আসেন একবার হলেও মূলমঞ্চের আলোচনা শোনার চেষ্টা করবেন। বিশেষ করে যারা শিশুদের সঙ্গে নিয়ে মেলায় আসেন তাদের উচিৎ একটু সময়ের জন্য হলেও আলোচনা সভায় যোগ দেয়া। এর ফলে বড়দের দেখাদেখি শিশুরা দেশের ইতিহাস-ঐতিহ্যের ব্যাপারে আগ্রহী হবে। বাংলাএকাডেমির বর্ধমান হাউসে রয়েছে লেখক জাদুঘর। সেখানেও শিশুদেরকে একবার ঘুরিয়ে আনতে পারেন। লেখক জাদুঘরে দেশের নামকরা কবি লেখক সম্পর্কে তথ্য আছে। এর ফলে শিশুরা বরেণ্য কবি-সাহিত্যিকদের ব্যাপারে আগ্রহী হবে। শেখার এবং জানার আগ্রহ বাড়বে। বইমেলার দুই অংশেই রয়েছে ‘লেখক কুঞ্জ’ নামে দুটি দৃষ্টিনন্দন স্টল। সেখানেও শিশুদের নিতে পারেন। সেখানে প্রিয় কবি লেখকদের দেখা পেলে শিশুরা নিশ্চয়ই খুশী হবে।