Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

প্রথম বইয়ের গল্প!

প্রথম বই প্রকাশের আনন্দ ভাষায় বর্ণনা করাটা কঠিন। সেই অনুভূতি নিয়ে মেলা প্রাঙ্গণে আছেন শত কবি-লেখক। মেলায় প্রথম বই প্রকাশ হয়েছে অনেকের। প্রথম বইয়ের আবেগ সামলে, সামনের দিনে আরও ভালো করার প্রত্যয় রয়েছে তাদের কণ্ঠে। আর প্রকাশকরা বলছেন, প্রথম বই-ই যেন শেষ বই না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে লেখকদের। লেখালেখির সঙ্গে পড়াশোনা বাড়ানোরও পরামর্শ দিয়েছেন তারা। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে হক ফারুক আহমেদের প্রথম কবিতার বই ‘নিঃসঙ্গতার পাখিরা’। জার্নিম্যান বুকস থেকে প্রকাশিত হয়েছে শায়রা আফরিদা ঐশীর কবিতার বই ‘অন ডেইজ লাইক দিস’। পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে দুই তরুণের প্রথম কবিতার বই। রাহুল হকের ‘ফাইন্ডিং চি’ এবং মুগ্ধ চন্দ্রিকার ‘স্টিজিয়ান সেরেন্ডিপিটি’। তা¤্রলিপি থেকে বিল্লাল মাহমুদ প্রকাশ করেছেন তার প্রথম উপন্যাস ‘রোহিঙ্গাদের রোজনামচা :নামানুষ’। জার্নিম্যান বুকস ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেন ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে দশজন কবির প্রথম কবিতার বই প্রকাশ করেছে। বইগুলো হলো- ফরিদ সুমনের ‘প্রিয় সে নামের বানান’, ঈস্পিতা অবণী চৌধুরীর ‘গোধূলি রঙের ভোর’, আসিফ উদ্দিন আহমদের ‘স্বপ্নচ্যুত’, শ্রাবণী জুঁইয়ের ‘রৌদ্রকরোটিতে জমেছে দুঃখ’, হোসনে আরা জেমীর ‘বৃষ্টি করে নেবে’, সালমা ইয়াসমিনের ‘আছো কাছে, তবু নেই’ রঞ্জনা সৌমীর ‘বিষাদী দোলনচাঁপায় কাঠপোড়া গন্ধ’, মাসুদুর রহমানের ‘মাসুদুর রহমানের কবিতা’, সাদ জগলুল আব্বাসের ‘শব্দপুরাণ ও আমি’ এবং নাজমুস সাদাত পারভেজের ‘অনুভূতির জানালা’। আগামী প্রকাশনী থেকে প্রকাশিত নতুন লেখকদের বইয়ের মধ্যে রয়েছে- আসাদুজ্জামানের ‘বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন’, বেলাল আহমেদের ‘জলবায়ু পরিবর্তন নদী ও নাব্যতা’, সৈয়দ মিজানুর রহমানের ‘নেতৃত্বে ছাত্রলীগ ইতিহাসের অকাট্য দলিল’। ঐতিহ্য থেকে অতনু চক্রবর্তীর ‘মেঘে ঢাকা তারা’, নাহিদা নাহিদের ‘পুরুষপাঠ’, মেহেদী ধ্রæবের ‘মেঘ ও মানুষের গল্প’ উল্লেখযোগ্য। ইত্যাদি গ্রন্থপ্রকাশ থেকে সাতজনের প্রথম বই প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- সিদ্দিকুর রহমান নির্ঝরের ‘জীবনের জলছবি’, শেখ প্রান্তির ‘ফুলপরীদের রাজ্য’, আব্দুল হান্নান চিনুর ‘মুক্তিযুদ্ধে কমলগঞ্জ ও অন্যান্য প্রসঙ্গ’। কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে তাহমিন আরা বেগমের প্রথম বই ‘জীবনানন্দের রূপসী বাংলার স্বরূপ’। মাওলা ব্রাদার্স থেকে প্রকাশ পেয়েছে আবু বকর ছিদ্দিকের ‘ওয়াইকিকি থেকে ধানমি’ ও নিয়াজ মেহেদীর ‘বিস্ময়ের রাত’।