Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

জ্ঞানের মেলা লোকে লোকারণ্য

বিশেষ প্রতিনিধি
এতো মানুষ কোথায় থাকে? কেউ কি তাকে বা তাদেরকে বলে দেয় চলো বইমেলায় যাই? না কেউই কাউকে বলে দেয় না। বরং প্রাণের টানে জ্ঞানের মেলায় অজান্তেই ছুটে আসে সবাই। বই কেনা হোক বা না হোক প্রিয় জনের সাথে দেখা হবে এই ভরসায় সেজেগুজে সবাই ছোটে একুশে বইমেলার দিকে। যেমন গতকাল মাতৃভাষা দিবসে নগরীর সৃজনশীল পরিবারের মানুষেরা বোধকরি ঘরে বসে ছিলেন না। সকলেই ঘর থেকে বেরিয়েছিলেন। গন্তব্য ছিল একুশে বইমেলা। আর তাই সকাল থেকে রাত পর্যন্ত বইমেলার উভয় অংশেই ভীড় ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি। সন্ধ্যায় বইমেলার উভয় অংশ লোকে লোকারন্য হয়ে যায়। গতকাল বইমেলায় বইয়ের বিক্রিও ছিল আশাব্যঞ্জক। বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নের বিক্রয়কর্মীদের মন্তব্য বইয়ের মেলায় বইয়ের বিক্রি বেড়েছে। আশা করা যায় বইমেলায় বাকি দিনগুলোতে বইয়ের বিক্রি আরও বাড়বে।
আজ শুক্রবার বইমেলার ২২ তম দিন। হিসেব অনুযায়ী বইমেলা আর পাবে একটি সপ্তাহ। আগামীকাল শনিবার বইমেলা আর একদিন ছুটি পাবে। অবশিষ্ট দিনগুলোতেও ছুটির আমেজ থাকবে এটা নিশ্চিত করে বলা যায়। তবে আগামীতে ২/৩ দিন বৃষ্টির আশঙ্কা রয়েছে। একাডেমি কর্তৃপক্ষ এব্যাপারে আগাম সতর্ক বার্তা দিয়েছে মেলার স্টল মালিকদেরকে। তবে সবার প্রত্যাশা বইমেলার বাকি দিন গুলোতে যেন বৃষ্টির জন্য কোনো ঝামেলা না হয়।