না ফেরার দেশে কবি শঙ্খ ঘোষ


বাংলা ভাষার শক্তিমান কবি শঙ্খ ঘোষকেও রেহাই দিল না করোনা। আজ ২১ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১১টায় কলকাতায় নিজ বাসভবনে নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। কয়েক মাস ধরে তিনি শারিরীক নানা সমস্যায় ভুগছিলেন। জ্বর ও পেটের সমস্যা দেখা দিলে তাকে জানুয়ারি মাসে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক পর্যায়ে তাঁর করোনা টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। সংক্রমন ঝুকি এড়াতেই নিভৃতবাসে ছিলেন তিনি। কিন্তু আস্তে আস্তে তার শারিরীক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন কবি শঙ্খ ঘোষ।
শঙ্খ ঘোষ এর আসল নাম চিত্ত প্রিয় ঘোষ। ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুর জেলায় তাঁর জন্ম। তবে পৈত্রিক বাড়ি বরিশালের বানারীপাড়ায়।
আধুনিক বাংলা কবিতার জগতে শঙ্খ ঘোষ অবিস্মরনীয় অবদান রেখেছেন। তার কবিতা গ্রন্থের মধ্যে দিনগুলি, রাত গুলি, রাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে বিশেষ ভাবে উল্লেখযোগ্য।

  • আরোও বিভাগ