অশ্লীলতার মোড়কে ওয়েব সিরিজ!

অশ্লীলতার দায়ে দেশের চলচ্চিত্র ডুবতে বসেছে। একই কারণে দেশের টিভি নাটকের ভবিষ্যৎ নিয়েও আংশকা দেখা দিয়েছে। টিভি হলো ড্রয়িং রুম মিডিয়া। পরিবারের সকলে মিলে এক সাথে বসে টিভি অনুষ্ঠান দেখার সংস্কৃতিই বাংলাদেশে বিদ্যমান। তবে ওয়েব সিরিজ নির্মাণের নামে টিভি নাটকের ক্ষেত্রে যে ধারা শুরু হয়েছে তাতে ভবিষ্যতে টেলিভিশন অনুষ্ঠানও অশ্লীলতার মোড়কে পরিবারের ড্রয়িংরুমকে সবার জন্য নিষিদ্ধ করে তুলতে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ওয়েব সিরিজের তথ্য আমাদের হাতে এসেছে যেখানে কাহিনীর চেয়ে নারীর শরীর প্রদর্শনের চেষ্টাই বেশী করা হয়েছে। নারী পুরুষের এমন কিছু ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং করা হয়েছে যা সিনেমায় করলে সেন্সর বোর্ড সহজেই আটকে দিবে। বলা বাহুল্য, দেশের নামকরা টিভি অভিনেতা, অভিনেত্রীরাই এই সব আপত্তিকর দৃশ্যে প্রকাশ্যে অভিনয় করে চলেছেন। অভিজ্ঞ মহল মনে করেন, দেশের চলচ্চিত্র ডুবেছে অশ্লীলতার দায়ে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশের টিভি নাটকও সেই পথে পা বাড়াচ্ছে। এখনই প্রয়োজন এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো। জনপ্রিয় চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, টেলিভিশন নাটকে অশ্লীলতা নিয়ে কথা হচ্ছে। এসব বন্ধ করা হোক! বিশিষ্ট লেখক শাকুর মজিদও ক্ষুব্দ প্রতিক্রয়া ব্যক্ত বলেছেন, ওয়েব সিরিজের নামে যা করা হচ্ছে তা ভবিষ্যতের জন্য সুখের হবে না।

  • শীর্ষ কাহিনি