টিভি নাটকের শুটিং শুরু রবিবার থেকে

এবার টেলিভিশন নাটক শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে সরকারি স্বাস্থ্য বিধি মেনে । রবিবার থেকে টেলিভিশন নাটক সংশ্লিষ্ট শিল্পীরা শুটিং করতে পারবেন বলে জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। 

এর আগে করোনাভাইরাস সংক্রমণ রোধে সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর গিল্ড, অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরবর্তীতে তা আরও বাড়ানো হয়। সম্প্রতি সরকার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শপিংমল, মার্কেট, দোকান খোলার সিদ্ধান্ত হয়। তবে ৩০ মে পর্যন্ত কার্যকর থাকবে সরকারি ছুটি। বন্ধ থাকছে গণপরিবহন। জনগণের চলাচলেও থাকছে বিধি-নিষেধ। এর মধ্যেই নাটকের শুটিং শুরুর খবর এল। 

গতকাল শুক্রবার রাতে আহসান হাবিব নাসিম জানান, ‘প্রায় দুই মাস হতে চলল আমাদের শিল্পী কলা-কুশলীরা ঘরে বসে আছেন। অনেকেই ভীষণ অর্থ কষ্টে দিন যাপন করছেন। আমরা তাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু শিল্পীদের অনেকেই চাইছেন ঈদের আগে কিছু কাজ করতে। তারা সরকারি স্বাস্থ্য নির্দেশনা মেনে যেভাবে অফিস চলছে, সেভাবেই শুটিং করবেন।’

  • আরোও বিভাগ