সাকিব-মুশফিক জুটির করোনা লড়াই

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম করোনার বিরুদ্ধে লড়াইয়ে মাঠের বাইরে জুটি বাঁধলেন । সাকিব আল হাসান ফাউন্ডেশন ও মুশফিকের যৌথ উদ্যোগে বগুড়ায় সাড়ে তিন শ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

ক্রিকেট মাঠে দুর্দান্ত সব জুটি গড়েছেন দুজন। পরিসংখ্যানেও বাংলাদেশের সবচেয়ে সফল জুটির নাম সাকিব-মুশফিক। তবে সাকিবের সঙ্গে মাঠের বাইরের এই জুটিকেই সেরা জুটি আখ্যা দিয়েছেন মুশফিক। নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজ ও সাকিবের পেজ থেকে করা ভিডিও বার্তায় মুশফিক বলেন, ‘মাঠে সাকিব ও আমার অনেক দুর্দান্ত জুটি আছে। তবে এখনও পর্যন্ত সেরা জুটি এটিই।’

সাকিব ও তার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে মুশফিক বলেন, ‘সাকিব ও সাকিব আল হাসান ফাউন্ডেশনকে ধন্যবাদ। যাদের অর্থায়নে আমার নিজ শহর বগুড়ায় ৩৫০টির বেশি পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে। বগুড়া জেলা স্কুলের প্রাক্তন ছাত্রদের ধন্যবাদ, তাদের পরিশ্রমে ত্রাণ বিতরণ সম্ভব হয়েছে। আমি আশা করছি, আমরা সবাই একসঙ্গে এই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয় লাভ করব।’ সাকিব তার পেজ থেকে করা পোস্টে ধন্যবাদ জানিয়েছেন মুশফিক ও বগুড়া জেলা স্কুলের প্রাক্তন ছাত্রদের।

  • ক্রীড়া বিনোদন