জয় বাংলা বাংলার জয়

দেশ মানেই তো মা। কাজেই মা যখন জিতে যায় তখন তো আনন্দের সীমা পরিসীমা থাকে না। ৪৭ বছর পর বাংলাদেশ আবার নতুন করে জিতেছে। জতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়েছে। মহান নেতা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা তিনবার রাষ্ট্র ক্ষমতায় এলো। গোটা দেশের মানুষের কাছে এর চেয়ে আর বড় কোনো আনন্দ হতে পারে না। এবারের জাতীয় সংসদ নির্বাচন স্বাধীনতার পক্ষের শক্তির জন্য সত্যিকার অর্থে দারুণ চ্যালেঞ্জের ছিল। কারণ একটি রাজনৈতিক দলের ওপর ভর করে স্বাধীনতার বিপক্ষ শক্তি ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। কিন্তু দেশ প্রেমিক জনগণ মহান নেতা শেখ হাসিনার ডাকে আবারও ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার বিপক্ষ শক্তিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। দেশ মাতৃকাকে ভয়াবহ সঙ্কট ও দুর্যোগের হাত থেকে রক্ষা করেছে। এ জন্য মহান নেতা শেখ হাসিনার পাশাপাশি দেশের জনগণের প্রতিও আমাদের বিন¤্র শ্রদ্ধা।
স্বাধীনতার বিপক্ষ শক্তিকে পরাজিত করে আবার বিজয় অর্জন করেছে বাংলাদেশ। রাজনৈতিক বিজয় হয়েছে। এবার সাংস্কৃতিক বিজয় চাই। জয় বাংলা, বাংলার জয়!

  • শীর্ষ কাহিনি