সুখে থাকার মূলমন্ত্র

নায়করাজ রাজ্জাক বেঁচে নেই। তিনি ছিলেন আনন্দ আলোর অকৃত্রিম বন্ধু। আনন্দ আলোয় নায়করাজের ওপর একাধিক শীর্ষ কাহিনী ও প্রতিবেদন প্রকাশ হয়েছে। তার স্ত্রী ল²ীকে ঘিরে ভক্তদের অনেক কৌতূহল ছিল। একবার আমরা দু’জনের মুখোমুখি হয়েছিলাম। নায়করাজের স্ত্রী ল²ী সাধারণত প্রচার মাধ্যমে কথা বলতেন না। ছবিও তুলতেন না। কিন্তু সেদিন আনন্দ আলোর জন্য স্বামীর সাথে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ল²ী। সেদিন অনেক কথা বলেছিলেন দু’জন। সেদিন রাজ্জাক বলেছিলেন, ‘যে কোনো সফল মানুষের জীবনে কারো না কারো আত্মত্যাগ থাকে। আমার জীবনে সেই মানুষ হলো ল²ী। তবে সুখে থাকার জন্য পরিকল্পনাও দরকার হয়। আমাদের দু’জনের পরিকল্পনা ছিল সংসার নিয়ে, সন্তান নিয়ে, স্বপ্ন নিয়ে। ল²ী আমার স্বপ্নকে অনেকদূর এগিয়ে নিয়ে গেছে…

আনন্দ আলোয় নায়করাজের এই বক্তব্য প্রকাশের পর বেশ কিছু পরিবার থেকে আমরা ফিডব্যাক পেয়েছিলাম। নায়করাজের বক্তব্য পড়ে অনেকের সংসার আবার জোড়া লেগেছে। মনমালিন্য ছিল তাও দূর হয়েছে। একথা ভাবলে বুকে সাহস আসে। ভাবতে ভালো লাগে এই ভেবে যে, পরিবার গঠনে আনন্দ আলো কিছুটা হলেও ভ‚মিকা রাখতে পেরেছে।

  • ফিচার