তিশার নতুন পরিচয়

তিশা, আমাদের শোবিজে অনেক আদুরে একটি নাম। ছোট পর্দা, বড় পর্দা মিলিয়ে তার ব্যাপক পরিচিতি। ২০০৯ সালে আমরা আনন্দ আলোর তিশার নতুন পরিচয় শিরোনামে একটি শীর্ষ কাহিনী ছেপেছিলাম। কারণ আমরা সেদিনই বুঝে নিয়েছিলাম আমাদের বড়ই আদুরে মেয়ে তিশা ভবিষ্যতে অভিনয় জগতে তার প্রতিভার অনেক আলো ছড়াবেন। ১৯৯৫ সালে অনন্ত হীরার রচনা ও আহসান হাবীবের প্রযোজনায় ‘সাত পৌরের কাব্য’ নাটকে অভিনয়ের মাধ্যমে তিশার অভিনয় জীবন শুরু হয়। তারপর বেশ কিছুদিন অভিনয় করেননি। পরে অরণ্য আনোয়ারের ‘নূরুল হুদা একদা ভালোবেসেছিল’ নাটকের মধ্যদিয়ে তিশা আবার অভিনয় শুরু করেন। এখন তো তিশার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা।

  • ফিচার