Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

পরীমনির রিমান্ড মঞ্জুরের ঘটনায় ক্ষমা চাইলেন দুই বিচারক

চিত্র নায়িকা পরীমনির রিমান্ড মঞ্জুরের ঘটনায় ক্ষমা চাইলেন দুই বিচারক। তাঁরা হলেন, দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম। আজ ১৫ সেপ্টেম্বর বুধবার হাইকোর্টে ক্ষমা প্রার্থনার আবেদন করেছেন তাঁরা।
এর আগে ২ সেপ্টেম্বর পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জর করা দুই বিচারকের কাছে ব্যাখ্যা চেয়ে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। গত ৮ সেপ্টেম্বর প্রকাশিত পাঁচ পৃষ্ঠার ওই আদেশে চিত্রনায়িকা পরীমনিকে তিন দফা রিমান্ডে নেওয়ার ঘটনায় প্রশ্ন তুলে হাইকোর্ট বলেন, পুলিশ ডিপার্টমেন্টের বোঝা উচিৎ মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। আইনী ভিত্তি ছাড়া পুলিশ রিমান্ড চাইতে পারে না। অথচ পুলিশ পরীমনিকে তিনবার রিমান্ডে নিয়েছে, যা ফৌজদারী বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে।
মাদক মামলায় পরীমনিকে রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দাখিল করা আবেদনের ওপর শুনানি শেষে লিখিত আদেশে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাদি সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন।