Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

শুভ’র ওপর ক্ষেপেছেন পরিচালক সোহান


চিত্র নায়ক শুভ’র ওপর ক্ষেপেছেন নন্দিত চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। নির্ধারিত একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে সম্মানী গ্রহণের পরও আরেফিন শুভ নাকি ছবিটির শুটিং-এ সময় দেননি। এজন্য প্রযোজকের আর্থিক ক্ষতি হয়েছে। এজন্য শুভ’র ওপর ক্ষেপেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির নব নির্বাচিত সভাপতি, নন্দিত চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান। শুভ বলেছেন, এটা বহু পুরনো ঘটনা। সোহান ভাই যে ভাবে অভিযোগ করেছেন তা সঠিক নয়।