Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

নওশাবার ঈদ আড্ডায় সাত অতিথি

ঈদ আয়োজনে ছোট পর্দা থাকে জমজমাট। করোনার মধ্যে এ জমজমাট ভাবটাতে কিছুটা ভাটা পড়লেও, একেবারে কমে যায়নি। আর এ জমজমাট ভাবের অংশ হিসেবেই অভিনেত্রী নওশাবা অংশ নিয়েছেন ‘স্টার টক’ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে। এর মাধ্যমে নওশাবা প্রথমবারের মতো ঈদের কোনো অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে কাজ করলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উপস্থাপনার কাজটি নাটক-সিনেমায় অভিনয়ের মতো মনে হলেও কাজটি মোটেও সহজ নয় এবং অভিনয়ের চেয়ে ভিন্ন। আমার মনে হয়েছে অনুষ্ঠানে গতি-প্রকৃতি-ধরন কিংবা আনন্দদায়ক বা মজার করে তোলার মূল দায়িত্বটা থাকে সঞ্চালকের। তাই কাজটি আমার জন্য চ্যালেঞ্জের ছিল। বাকিটা দর্শক বলতে পারবেন।’
‘স্টার টক’ অনুষ্ঠানে নওশাবার অতিথি হয়ে থাকবেনÑ মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, মাহিয়া মাহি, ইয়ামনি হক ববি, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও দুজন তারকা। অনুষ্ঠানটি ঈদ অয়োজনে প্রচার হবে বিজয় টেলিভিশনে। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টায় প্রচার হবে অনুষ্ঠানটি। তানভীর সিদ্দিকীর ভাবনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন প্রতীক আকবর।