Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

মানুষের ভালোবাসাই বড় উপহার!-সালাউদ্দিন লাভলু

আনন্দ আলো: ২৪ জানুয়ারি আপনার জন্মদিন। দিনটি কীভাবে পালন করেন?

সালাউদ্দিন লাভলু: আমার স্ত্রী, সনৱানরা একদম ঘরোয়া পরিবেশে আমার জন্মদিনটা পালন করে থাকেন। তবে বেশ কয়েক বছর ধরে আমার কাছের মানুষ, বন্ধু-বান্ধব, ইউনিটের সবাই মিলে শুটিং স্পটেই জন্মদিন উদযাপন করে। শুটিংয়ে সবার সঙ্গে দেখা হয়। কেক কাটা হয়। বেশ আনন্দের সঙ্গেই কেটে যায় জন্মদিনটা।

আনন্দ আলো: ছোটবেলার জন্মদিন আর এখনকার জন্মদিনের মধ্যে কী পার্থক্য খুঁজে পান।

সালাউদ্দিন লাভলু: আমাদের সময় জন্মদিন পালন করার রেওয়াজ ছিল না। তাই ছোটবেলায় আমার জন্মদিন পালন করা হতো না। এখনকার জন্মদিনটা যেটা হয় শুটিং থাকলে শুটিং স্পটেই আমার জন্মদিন পালন করা হয়। সঙ্গে ভালো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। তবে শুটিং না থাকলে স্ত্রী ও সনৱানদের নিয়ে বাসায় পালন করি জন্মদিন। কেক কাটা হয়। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন আর ভক্ত শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানায়।

আনন্দ আলো: সবার আগে জন্মদিনে আপনাকে কে উইশ করে?

সালাউদ্দিন লাভলু: সবার আগে জন্মদিনে উইশ করে আমার স্ত্রী। তারপরে সনৱানেরা। এছাড়া আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, নাটকের কলিগ এবং ভক্ত শুভানুধ্যায়ীরা জন্মদিনে শুভেচ্ছা জানায়। ফুল নিয়ে আসে।

আনন্দ আলো: জন্মদিনে কী উপহার পেতে ভালো লাগে?

সালাউদ্দিন লাভলু: জন্মদিনটাকে মনে রেখে সবাই যখন উইশ করে তখন খুবই ভালো লাগে। এর চেয়ে ভালো উপহার কী হতে পারে। মানুষের ভালোবাসাই আমার কাছে বড় উপহার।