Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

সানসিল্ক চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বসেছিল সঙ্গীতের মিলনমেলা

শুদ্ধ সঙ্গীতের মহোৎসব অনুষ্ঠিত হয়ে গেল আরও একবার। চ্যানেল আই এর উদ্যেগে আবারও সঙ্গীতের মিলন মেলায় উপস্থিত হয়েছিলেন সঙ্গীত তথা দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। এবার এই মহোৎসবে মূল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে সানসিল্ক।
একে একে আঠার বছর। অনেক চড়াই উৎরাই গেছে। তবুও থেমে যায়নি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রদানের এই নান্দনিক কার্যক্রম। বরং দিনে দিনে এটি আরও বিকশিত ও গুরুত্বপুর্ন হয়ে উঠেছে। শুধু বাংলাদেশ নয়, দক্ষিন এশিয়ায় সঙ্গীতের উৎকর্ষতায় এধরনের সঙ্গীতায়োজন আর দ্বিতীয়টি নেই। সে কারণে দেশের সঙ্গীতাঙ্গনের সবার কাছে এই আয়োজন অনেক আগ্রহের, অনেক অপেক্ষার। কবে আসবে সেই দিন। আবার জমবে মেলা, সঙ্গীতের মিলন মেলা। সঙ্গীতের মহোৎসবে আবারও জেগে উঠবে বাংলাদেশের গান। সম্মানীত হবেন গুণী শিল্পীরা।
১৮ অক্টোবর ছিল কাঙ্খিত সেই দিন। রাজধানীর একটি অভিজাত হোটেলের বিশাল হল রুমে এবার অনুষ্ঠিত হয় ১৮ তম সানসিল্ক চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এর গুরুত্বপুর্ন আসর। অনুষ্ঠানমালায় দেশের সঙ্গীতাঙ্গনের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি নারীর শুদ্ব অগ্রযাত্রার নিদর্শনও বিশেষ ভাবে গুরুত্ব পেয়েছে। দিনটি ছিল সবার প্রিয় রাসেল সোনার জন্মদিন। বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র রাসেল। অনুষ্ঠানে রাসেলের জন্মদিনকেও বিশেষ ভাবে উদযাপন করা হয়। এবারের আসরে ২২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। আজীবন সম্মাননা প্রদান করা হয় একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজেয়শ্যামকে।
সুস্থ সঙ্গীতের উৎকর্ষ সাধন এই লক্ষ্যকে সামনে রেখে ২০০৪ সালে শুরু হয় দেশের সব চেয়ে বড় সঙ্গীত আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। ঐতিহ্যের ধারাবাহিকতায় এবার ১৮তম আসরে দেশের সঙ্গীত শিল্পীদের মিলন মেলা বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। সানসিল্কের পৃষ্ঠপোষকতায় জমকালো এই আয়োজনে জনপ্রিয় অভিনয় শিল্পী নুসরাত ফারিয়ার মনোজ্ঞ উপস্থাপনায় রবীন্দ্র ও নজরুল সঙ্গীতের দুই গুনী শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ফেরদৌস আরার গান দিয়ে শুরু হয় এবারের মূল অনুষ্ঠান। বাংলা সঙ্গীতে বিশেষ অবদানের জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আলোচিত সঙ্গীত শিল্পী, একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সঙ্গীতজ্ঞ সজেয় শ্যামকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। আজীবন সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওঠেন সুজেয় শ্যাম। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, জীবিত অবস্থায় আমাদের দেশে সম্মাননা পাওয়া যায় না। মারা যাবার পর পাওয়া যায়। আমি জীবিত থাকতেই চ্যানেল আই যে সম্মান জানালো তার জন্য অশেষ কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠানের এপর্যায়ে চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক, দেশবরেন্য শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আখতার বক্তৃতা করেন।
অনুষ্ঠানে মোট ২২টি ক্যাটাগরির আওতায় বিচারকদের রায়ে শ্রেষ্ঠ নজরুল সঙ্গীতে খায়রুল আনাম শাকিল, শ্রেষ্ঠ রবীন্দ্র সঙ্গীতে বুলবুল ইসলাম, শ্রেষ্ঠ লোকসঙ্গীতে ঐশি, উচ্চাঙ্গ সঙ্গীতে (কণ্ঠ) সুপ্রিয় দাস, উচ্চাঙ্গ সঙ্গীতে (যন্ত্র) সব্রত বিশ^াস ও মোহিনী মজুমদার দ্বৈত সঙ্গীত আধুনিক গানে আসিফ আকবর ও লোপা, আধুনিক গানে শ্রেষ্ঠ রুনা লায়লা, শ্রেষ্ঠ সুরকার তাপস ও ফাহমিদা নবী, শ্রেষ্ঠ গীতিকার জয় শাহরিয়ার, ছায়াছবি ক্যাটাগরিতে ইমন চৌধুরী ও চন্দন সিনহা, আতিয়া আনিকা, শ্রেষ্ঠ সুরকার, ফুয়াদ নাসের বাবু, শ্রেষ্ঠ গীতিকার রাসেল মাহমুদ, শ্রেষ্ঠ ব্যান্ড চিরকুট, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ারিং আরিফ আল হক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও (যৌথভাবে) অংশু ও তাসনিন আনিকা, অনিমা রায়, নবাগত শিল্পী হুমায়রা ইশিকা, বিষয়ভিত্তিক গানে শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী শুভ্র দেব, আধুনিক গানে শ্রেষ্ঠ গীতিকার মাহবুব মুরাদ, এবং শ্রেষ্ঠ অডিও কোম্পানী সাউন্ড টেককে এবার সানসিল্ক চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন, বিশিষ্ট চলচ্চিত্রকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাদী মুহম্মদ, দেশবরেন্য অভিনেতা আলমগীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী রুনা লায়লা, বিশিষ্ট অভিনেত্রী আফসানা মিমি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, বিশিষ্ট অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী খুরশিদ আলাম, মানাম আহমেদ সহ বিশিষ্ট অতিথি বর্গ গুণী শিল্পীদের হাতে সানসিল্ক চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এর ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেন।
অনুষ্ঠানে পুরস্কার প্রদানের পাশাপাশি জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান, কোনাল, কনা, সভ্যতা, চিরকুট ব্যান্ডের হাইভোল্টেজ সঙ্গীত পারফরমেন্স ছিল বিশেষ ভাবে উল্লেখ যোগ্য। নারীদের এগিয়ে নিতে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় এফ মাইনর ব্যান্ড দলকে। এক নাগারে ৪ ঘণ্টার এই অনুষ্ঠানে জনপ্রিয় অভিনয় শিল্পী নুসরাত ফারিয়ার নাচের অনুষ্ঠানটিও ছিল বেশ আকর্ষনীয়। নুসরাত ফারিয়ার পাশাপাশ দীপ্তি চৌধুরীও উপস্খাপনার দায়িত্ব পালান করেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সানসিল্ক চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এর প্রকল্প পরিচালক বিশিষ্ট অভিনেতা শহীদুল আলম সাচ্চু।