পরীমনি কী বদলা নিলেন?

রেজানুর রহমান

কেউ কেউ বলছেন এটা এক ধরনের ঔদ্ধত্ব। আবার কেউ কেউ বলছেনÑ ঔদ্ধত্ব নয় উচিৎ জবাব। চিত্র নায়িকা পরীমনি উচিৎ জবাব দিয়েছেন। মাদক রাখার দায়ে তিনি যখন গ্রেফতার হন তখন ‘পরীমনি হইতে সাবধান’ এমন সতর্কতা শুরু হয়েছিল দেশের চলচ্চিত্রাঙ্গণে। শিল্পী সমিতিতো তড়িঘড়ি সংবাদ সম্মেলন করে পরীশনির সদস্য পদ স্থগিত ঘোষনা করে। তখন পরীমনিকে নিয়ে নেতিবাচক অনেক কথাই বলেছেন বিভিন্ন পক্ষ। পরীমনির জন্মদিন পালন নিয়েও অনেক নেতিবাচক কথা উঠেছিল। জেল থেকে ছাড়া পাবার পর এবার আরও জাকজমক ভাবে জন্মদিন পালন করার ঘোষনা দেন পরীমনি। কথা মতই কাজ করেছেন তিনি। ঢাকার একটি দামী হোটেলে জমকালো জন্মদিন পালন করেছেন। মনের জেদ মিটিয়ে ধুমছে নেচেছেন। সাথে সাথে একটু হলেও কটাক্ষ করেছেন দেশের সংবাদ মাধ্যমকে। জন্মদিনে উপস্থিত সংবাদ কর্মীদের উদ্দেশে বলেছেন, এখানে আপনাদের দাওয়াত শুধু আমার জন্মদিনের পার্টির জন্য। নিউজের জন্য নয়। পরীমনির নিউজের আর দরকার নাই।
পরীমনির এই উক্তিকেই অনেকে ঔদ্ধত্ব ভেবেছেন। তাতে পরীমনির বোধকরি কিছুই যায় আসবে না। কারণ ‘আমার নিউজ লাগবে না’ বলার পরও দেশের সকল প্রচার মাধ্যম ফলাও করে তার জন্মদিনের খবর ছেপেছে। তাছাড়া তার জন্মদিনের অনুষ্ঠানটি সরাসরি প্রচার করেছে একটি ওয়েব সাইট। তাতে লাইক, কমেন্টের ছড়াছড়ি… যদিও নেতিবাচক কমেন্টসই বেশি। তাতে কি? পরীমনির ভিউ তো বেড়েছে। এখন তো ভিউ এর যুগ। যাকে গালি দিচ্ছি আবার তাকেই হুমড়ি খেয়ে দেখছি। বাহ! বাহ! বেশ, বেশ…

  • কলাম